ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত গাজায় চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৫:১৯, ১৫ মে ২০১৭

যুদ্ধবিধ্বস্ত গাজায় চলচ্চিত্র উৎসব  শুরু

যুদ্ধ-বিধ্বস্ত ভূখ- গাজা উপত্যকায় শুক্রবার শিল্পী ও দর্শকরা লাল গালিচায় হেঁটে চলচ্চিত্র উৎসব শুরু করেছেন। ইসরাইলের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত বাড়ি-ঘরের মধ্যেও এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। ২০১৫ সালের পর থেকে তৃতীয়বারের মতো শুরু হওয়া রেড কার্পেট ফিল্ম ফেস্টিভ্যালের সংগঠকরা বলেছেন, গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনী যে কষ্টের মধ্যে রয়েছেন সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই হচ্ছে এই উৎসবের লক্ষ্য। শুক্রবার রাতে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিল। গাজা ইসলামীপন্থী দল হামাস শাসন করছে এবং একটি আংশিক ইসরাইলী-মিসরীয় অবরোধের মধ্যে রয়েছে। ছিটমহলের মধ্যে দারিদ্র্য ও বেকারত্ব বিরাজ করছে। ২০০৮ সাল থেকে ইসরাইল ও গাজার যোদ্ধারা তিনটি যুদ্ধে লড়াই করেছে। বুধবার পর্যন্ত এই উৎসব চলবে। ইসরাইল প্রতিষ্ঠার সূচনায় ১৯৪৮ সালের আরব-ইসরাইলী যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনী তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিল। কাকতালীয়ভাবে ফিলিস্তিনের সেই কলঙ্কময় নাকবা বা বিপর্যয়ের ৬৯তম ফিলিস্তিনী চলচ্চিত্র বার্ষিকী মিলে গেছে এবং কান চলচ্চিত্র উৎসবের প্রাক্কালে এই উৎসবটি শুরু হয়। এই উৎসবের মুখপাত্র সৌদ আবুরমাদান বলেছেন, ইসরাইলী আরব শহর হাইফা পশ্চিম তীর ও গাজার আরব এবং আন্তর্জাতিক শিল্পীরা এই উৎসবে অংশ নেন। এতে ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। খবর আরব নিউজের।
×