ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিল্ক রোড শীর্ষ সম্মেলন

প্রকাশিত: ০৫:১৮, ১৫ মে ২০১৭

সিল্ক রোড শীর্ষ সম্মেলন

চীন রবিবার সিল্ক রোড বা নতুন বাণিজ্য পথ নিয়ে সম্মেলন আয়োজন করেছে। এটি চীনের বর্তমান নেতৃবৃন্দের একটি উচ্চভিলাষী পরিকল্পনা, বিশ্ববাণিজ্যের নতুন রুট তৈরি করাই এর উদ্দেশ্য। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এর ওপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে ‘বেল্ট এ্যান্ড রোড ফোরাম’ নামের ২৯ জাতি সম্মেলন উদ্বোধন করেন। উত্তর কোরিয়া এদিনই একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কেরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ক্ষেপণাস্ত্রটি কি ধরনের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রবিবার থেকে শুরু হওয়া দুইদিনের সম্মেলনে অল্প কিছুসংখ্যক পশ্চিমা শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ অংশ না নিলেও প্রতিনিধি পাঠিয়েছে। ভারত এতে অংশ নেয়নি বা কোন প্রতিনিধিও পাঠায়নি। নয়াদিল্লীতে কূটনৈতিক সূত্রে জানা গেছে, পরমাণু বাণিজ্য গ্রুপ এনএসজিতে ভারতের সদস্য হতে আপত্তি জানানোর প্রতিক্রিয়ায় চীন সিল্ক রোড সম্মেলন বয়কট করেছে। সিল্ক রোড নামে পরিচিত মধ্য এশিয়া থেকে পশ্চিম অভিমুখী প্রাচীন বাণিজ্য রুটটি ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নাম দিয়ে চীন নতুনভাবে পুনরুজ্জীবিত করার উদ্যেগ নিয়েছে। বিশ্ববাণিজ্য ও ভূরাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করার জন্যই বেইজিং প্রকল্পটি হাতে নিয়েছে। চীনের এই স্থল বাণিজ্য রুটটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহুসংখ্যক শিল্প ও বাণিজ্যিক স্থাপনা এবং সড়ক, রেল ও অভ্যন্তরীণ নৌবন্দরকে সংযুক্ত করবে। মোট ৬৫টি দেশ এই রুট ব্যবহার করতে পারবে। বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বসবাস এই দেশগুলোতে। মোট বৈশ্বিক জিডিপির এক-তৃতীয়াংশ এই দেশগুলোর। চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এই দেশগুলোর প্রায় ৯০০ প্রকল্পে প্রায় ৯০ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। সম্মেলন উদ্বোধন করে শি বলেন, এটি গুরুত্বপূর্ণ মানুষদের একটি সমাবেশ। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সম্মেলনে অংশ নেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে শি অবশ্য কোন মন্তব্য করেননি। প্রস্তাবিত বাণিজ্য রুটকে তিনি ‘শান্তির পথ’ আখ্যা দেন। তিনি বলেন, প্রকল্পের উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে একটি জোট তৈরি করা নয়। বরং অংশীদারত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করা। তিনি বলেন, প্রত্যেকটি দেশের উচিত একে অন্যের সার্বভৌমত্ব ও অখ-তার প্রতি সম্মান দেখান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির বিপরীতে বিশ্বায়নের যৌক্তিকতা তুলে ধরেন শি। তিনি বলেন, বিচ্ছিন্ন হয়ে থাকা এক রকম পশ্চাদমুখী আচরণ। এ সম্মেলন এমন এক সময় হচ্ছে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেননি। তবে চীনের কমিউনিস্ট মিত্র দেশটি যেন নতুন কোন ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে সে জন্য বেইজিং কয়েক মাস ধরে সতর্ক করে আসছিল। উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে চীনের ওপর যথেষ্ট নির্ভরশীল। পিয়ংইয়ংয়ের ওপর এই প্রভাব কাজে লাগিয়ে দেশটিকে ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা থেকে বিরত রাখতে ভূমিকার রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে চীনের প্রেসিডেন্ট শির কাছে অনুরোধ করেছিলেন। পিকিং ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ক্রিস্টোফার বল্ডিং মনে করেন, উত্তর কোরিয়ার রবিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের জন্য বিব্রতকর। এই ঘটনা বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে আবার উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে উত্তর কোরিয়াকে যে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এতে যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে বলে বল্ডিং মন্তব্য করেছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চায়না পাওয়ার প্রজেক্টের পরিচালক বনি গ্ল্যাসার মনে করেন, নতুন সিল্ক রোড প্রকল্প চীনের ভূরাজনৈতিক উচ্চভিলাষী আকাক্সক্ষারই প্রতিফলন। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে দেশটি আঞ্চলিক রাজনৈতিক শক্তি হয়ে উঠতে ইচ্ছুক।
×