ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুন মাসে খান ব্রাদার্সের রফতানি বাড়বে

প্রকাশিত: ০৫:১৮, ১৫ মে ২০১৭

জুন মাসে খান ব্রাদার্সের রফতানি বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের রফতানি আগামী জুন মাস থেকে আরও বাড়বে। এই কারণে কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় ২ লাখ ২০ হাজার ডলার ব্যয়ে এফআইবিসি ব্যাগ তৈরির নতুন মেশিন আমদানি করা হয়েছে। ইতোমধ্যে কোম্পানির কারখানায় গত মার্চে নতুন রূপে উৎপাদনও শুরু হয়েছে। জানা গেছে, আইপিও থেকে সংগৃহীত ২০ কোটি টাকা ব্যয় ছাড়াও কোম্পানির নিজস্ব অর্থায়নে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাস থেকে জাম্বু ব্যাগ হিসেবে পরিচিত ‘এফআইবিসি ব্যাগ’ উৎপাদন করছে কোম্পানির কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী জুন মাসে এসব জাম্বু ব্যাগ প্রতিটি ১৯ সেন্ট দরে ২১ মিলিয়ন পিপি ওভেন ব্যাগ আলজেরিয়ায় রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন করে বিদেশে রফতানি করা হবে বলেন কোম্পানি সচিব তপন কুমার। তিনি বলেন, আমরা অনেক আগেই আইপিও থেকে টাকা ব্যবহার করেছি। নতুন করে আগামী জুনে রফতানি প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে এফআইবিসি ব্যাগের চাহিদা বেড়েছে। গত বছর এর প্রবৃদ্ধি ছিল ১৮৭ শতাংশ।
×