ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটকে গেল তিন প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগ

প্রকাশিত: ০৫:১৭, ১৫ মে ২০১৭

আটকে গেল তিন প্রতিষ্ঠানের  বিদেশে বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আপাতত আটকে গেল বিদেশে বিনিয়োগে তৎপর ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকার বিনিয়োগ। কোম্পানিগুলো হলো নিটল-নিলয়, আকিজ জুট মিলস ও হা-মীম গ্রুপ। রবিবার সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিনিয়োগের অনুমোদন দেয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভা কমিটিতে তা অনুমোদন দেয়া হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, বিদেশে ৩ কোম্পানির বিনিয়োগে অনুমোদন দেয়া হয়নি। কোম্পানিগুলোর কাছে আবারও বিস্তারিত তথ্য চাওয়া হবে। এরপর বাংলাদেশ ব্যাংক তা আবারও পর্যালোচনা করবে। এরপর কেস টু কেস ভিত্তিতে সরকার তা দেখবে। তবে বিদেশে বিনিয়োগের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ সময় উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিদেশে বিনিয়োগে একটা পলিসি করা দরকার বলে উল্লেখ করেন। সূত্র জানিয়েছে, ওই ৩ কোম্পানির বিনিয়োগের অর্থ এবং লভ্যাংশ দেশে ফেরত আসার সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা না থাকায় তা আটকে দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সতর্কতা সুপারিশও বিবেচনায় নেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বিস্তারিত প্রস্তাবনা না থাকায় ৩ কোম্পানির বিদেশে বিনিয়োগ অনুমোদন দেয়া হয়নি। বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে রিজার্ভ পরিস্থিতি, লভ্যাংশ কিভাবে ফেরত আসবে, সেখানে বাংলাদেশীদের কি পরিমাণ কর্মসংস্থান হবে- এ ব্যাপারে কোম্পানিগুলো বিস্তারিত তথ্য সম্বলিত প্রস্তাবনা দিলে বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করবে। এরপর কেস টু কেস ভিত্তিতে অনুমোদন দেয়া হবে। বৈঠকে ৩ কোম্পানির বিদেশে বিনিয়োগের চূড়ান্ত অনুমোদন হওয়া না হওয়াকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সুপারিশমূলক প্রতিবেদন দেয়। অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, নিটল-নিলয়, আকিজ, হা-মীম গ্রুপ তাদের ব্যবসা সম্প্রসারণে দেশের বাইরে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে। এর মধ্যে আকিজ জুট মিলস মালয়েশিয়ায় ২টি কোম্পানি অধিগ্রহণে ২ কোটি মার্কিন ডলার, হাইতিতে একটি তৈরি পোশাক কারখানা স্থাপনে হা-মীম গ্রুপ ১ কোটি ৪৪ হাজার মার্কিন ডলার ও আফ্রিকার গাম্বিয়ায় একটি ব্যাংক (গাম্বিয়া কমার্স এ্যান্ড এ্যাগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড) স্থাপনে নিটল-নিলয় গ্রুপ ৭০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার প্রস্তাব দেয়। অর্থাৎ প্রাথমিকভাবে এই ৩টি ব্যবসায়িক গ্রুপ বিদেশে মোট ৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। বাংলাদেশী মুদ্রায় যা ৩০০ কোটি টাকার বেশি।
×