ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে পানি ঘোলার চেষ্টা করে কোন লাভ হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৭, ১৫ মে ২০১৭

নির্বাচন নিয়ে পানি ঘোলার চেষ্টা করে কোন লাভ হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করে কোন লাভ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের মধ্য দিয়ে মাঠ যাচাই হয়, ওই দলের প্রতি জনগণের সমর্থন কতটুকু আছে সেটা বোঝা যায়। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এটা নিয়ে পানি ঘোলা করার কোন চেষ্টা করবেন না। তাতে ফল ভাল হবে না। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন, নাকি যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে,সেটা জনগণই নির্ধারণ করবেন। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। নার্সেস এ্যান্ড ওয়াইফারি অধিদফতর এই আলোচনা সভার আয়োজন করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। নার্সদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা ও বোনের ভালবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন। তিনি বলেন, আগে কেউ নার্সের চাকরি করতে আসতে চাইত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এখন নার্সের পেশায় আসার জন্য প্রতিযোগিতা হয়। মোহাম্মদ নাসিম বলেন, এখন নার্সের সংখ্যা বেড়েছে। এতে একটু সমস্যাও হয়েছে। অনেকে কাজে ফাঁকি দেয়ার চেষ্টা করে। কাজে ফাঁকি দেবেন না। ধরা পড়লে চাকরি থাকবে না। আপনারা কাজ দিয়ে, সেবা দিয়ে আপনাদের মর্যাদা ধরে রাখবেন, কাজের মান বাড়াবেন, নিজেদের মর্যাদা বাড়াবেন। শিক্ষার মান নিয়ে আপোস করা যাবে না ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি সেবার ক্ষেত্রকে গুরুত্ব দেয়ার জন্য বেসরকারী মেডিক্যাল কলেজের মালিক ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মেডিক্যাল কলেজের শিক্ষার মান নিয়ে সরকার আপোসে যাবে না। সার্টিফিকেট দিয়ে চিকিৎসক হলেই চলবে না, প্রকৃত মেডিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ চিকিৎসক হতে হবে। নামমাত্র চিকিৎসক হয়ে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তাই নীতিমালা মেনে অবকাঠামো তৈরি করার পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। রবিবার সচিবালয়ে বেসরকারী মেডিক্যাল কলেজ পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন মেডিক্যাল কলেজ মালিক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আলহাজ মকবুল আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×