ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মায়ের মমতা দিয়ে রোগীদের সেবা দিন ॥ ভিসি কামরুল

প্রকাশিত: ০৫:১৬, ১৫ মে ২০১৭

মায়ের মমতা দিয়ে রোগীদের সেবা দিন ॥ ভিসি কামরুল

স্টাফ রিপোর্টার ॥ মায়ের মমতা দিয়ে রোগীদের সেবা দেয়ার জন্য নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হয়ে রোগীরা যাতে অসহায়বোধ না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীকে হাসপাতালে ভর্তি রেখে তার স্বজনরা যাতে বাড়িতে থেকেই দুশ্চিন্তামুক্ত থাকেন সেই বিষয়েও সজাগ থাকতে হবে। আর সেই উদ্দেশ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগে চালু করা হয়েছে ‘মডেল ওয়ার্ড’। আগামী ছয় মাসের মধ্যেই এ বিশ্ববিদ্যালয়ের সকল ওয়ার্ডকেই মডেল ওয়ার্ডে উন্নীত করা হবে। বিশ্ব নার্স দিবস উপলক্ষে রবিবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের দ্বিতীয়তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×