ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্ট নিয়ে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত

প্রকাশিত: ০৫:১৬, ১৫ মে ২০১৭

মোবাইল কোর্ট নিয়ে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরুরী বিচারিক বিধানসংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ১৮ মে পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। ওদিন আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার এ স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের বিষয়টি ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রবিবার সকালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনটি করেছিল রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম। আদেশের পর এ্যাটর্নি জেনারেল নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের একটি বেঞ্চ গত ১১ মে ভ্রাম্যমাণ আদালত আইনের কয়েকটি ধারা অবৈধ ও বাতিল বলে রায় দেয়ায় সারাদেশের ‘মোবাইল কোর্ট’ পরিচালনায় এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ‘হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপীল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলাম। চেম্বার আদালত হাইকোর্টের রায়টা আগামী ১৮ মে পর্যন্ত স্থগিত করেছে। রায়ের সত্যায়িত অনুলিপি পেলে লিভ টু আপীল করতে আদেশ দিয়েছে।’ এ আদেশের ফলে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আর বাধা থাকল না বলে রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা জানান।
×