ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৩২, ১৪ মে ২০১৭

বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রী তাহমিনা আক্তার মাক্কি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার মধ্য বাড্ডায় একটি টিনসেড বাসায় ঘটনাটি ঘটে। মৃত তাহমিনা শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার শীধলকুড়া গ্রামের শাহআলমের স্ত্রী। প্রতিবেশী রওশনারা জানান, দুই ছেলে এক মেয়েকে নিয়ে মধ্য বাড্ডার একটি বাসায় ভাড়া থাকত ওই দম্পতি। তাহমিনা স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। স্বামী শাহআলম ফুটপাথে দর্জির কাজ করতেন। রাতে ছোট ছেলে ইব্রাহীমকে (১২) নিয়ে স্বামী-স্ত্রী এক রুমেই ছিলেন। ভোরে চিৎকারের শব্দ শুনে পাশের রুমে থাকা দুই ভাইবোন দরজা ধাক্কায়। পরে ইব্রাহীম দরজা খুলে দেন। ভেতরে ঢুকে দেখে তাদের মা তাহমিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, মধ্য বাড্ডার একটি টিনসেড বাসায় তাহমিনাকে তার স্বামী শাহআলম শনিবার ভোরের দিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাহমিনার শরীরসহ মাথায় আঘাতের চিহ্ন আছে। শাহআলমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফার্নিচারের দোকানে আগুন রাজধানীর বারিধারায় একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। শনিবার সকাল ১০টার দিকে বারিধারার কে ব্লকের­৫নং রোড়ের ২৩নং বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। দুপুর ১২টার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা বলেন, শনিবার সকাল ১০টা ৩ মিনিটে বারিধারায় একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
×