ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলা

প্রকাশিত: ০৬:৪১, ১৪ মে ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলা

পরিচালক শিকড় একাডেমি (একাডেমিক কেয়ার), ১২২, মনেশ্বর রোড, ঝিগাতলা, ঢাকা। মোবাইল: ০১৯১৪২০৪২৯৩ (গতকালের পর) ৩০. শিমুলের ডালে কে ডাকছে? ক. শালিক খ. বক গ. লক্ষ্মীপেঁচা ঘ. দোয়েল ৩১. কবি মানুষ না হয়ে শঙ্খচিল শালিকের বেশে এ দেশে ফিরতে চান কেন? ক. আকাশ দেখার জন্য খ. আকাশে ভেসে বেড়ানোর জন্য গ. প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য ঘ. দল বেঁধে থাকার জন্য ৩২. সবুজ করুণ ডাঙা বলতে কবি বুঝিয়েছেনÑ ক. সবুজ ধানক্ষেত খ. সবুজ আখের ক্ষেত গ. সবুজ নদীর তীর ঘ. সবুজে আচ্ছাদিত প্রকৃতি ৩৩. ‘আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।’Ñ কবি এখানে কাদের কথা বলেছেন? ক. মানুষের খ. গাছের গ. প্রকৃতির বিভিন্ন উপাদানের ঘ. বিভিন্ন নদীর ৩৪. নবান্ন বলতে বোঝায়Ñ ক. নতুন ধান ঘরে তোলার উৎসব খ. নতুন পাট ঘরে তোলার উৎসব গ. নতুন ভাত খাওয়ার উৎসব ঘ. নতুন বধূ ঘরে তোলার উৎসব ৩৫. কার্তিকের নবান্নের দেশ বলতে কবি বুঝিয়েছেনÑ ক. উৎসবমুখর দেশ খ. নতুন ফসল তোলার উৎসব গ. ভারতবর্ষকে ঘ. বাংলাদেশকে ৩৬. জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলতে কবি বুঝিয়েছেনÑ ক. নদীমাতৃক বাংলাদেশ খ. সমুদ্রবেষ্টিত বাংলাদেশ গ. সবুজ শ্যামল বাংলাদেশ ঘ. নাতিশীতোষ্ণ বাংলাদেশ ৩৭. কবির এই বাংলায় আবার ফিরে আসতে চাওয়ার কারণ কী? ক. মানুষের প্রতি ভালোবাসা খ. কবি হওয়ার বাসনা গ. কবি বাংলার সৌন্দর্যে মুগ্ধ ঘ. বাংলার সংস্কৃতির প্রতি টান ৩৮. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কী কী নদীর উল্লেখ আছে? ক. পদ্মা ও যমুনা খ. ধানসিঁড়ি ও রূপসা গ. তিতাস ও গোমতী ঘ. শীতলক্ষ্যা ও গড়াই ৩৯. ‘সব কিছু নিয়ে/আমাদের দেশ একটি সোনার ছবি’ উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন্ কবিতার ভাবগত মিল আছে? ক. নারী খ. দেশ গ. নদীর স্বপ্ন ঘ. আবার আসিব ফিরে ৪০. ‘অন্তুর নদী দেখার ইচ্ছা অনেক দিনের। সে নদীর বুকে নৌকায় ভেসে বেড়াতে চায়।’- উদ্দীপকের অন্তুর সাথে সাদৃশ্য আছে ‘আবার আসিব ফিরে’ কবিতার- ক. কিশোরে খ. শঙ্খচিলের গ. শালিকের ঘ. বকের উত্তর আগামী সংখ্যায়...
×