ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ মে ২০১৭

ক্যাম্পাস সংবাদ

শিক্ষার্থীদের সনদ বিতরণ ও নবীনবরণ কারিগরি ও প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দিপ্তী) কৃতী শিক্ষার্থীদের সনদ বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তন-৭১ এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাভেদ আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট এনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) প্রকল্প পরিচালক আব্দুর রউফ তালুকদার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইআইপি-পিকেএসএফের উপ মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবুল কাশেম, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, দিপ্তীর নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস ও দিপ্তীর উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ প্রদান ছাড়াও দু’জন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। ফিকান আইটি সলিউশনের পক্ষে রোকনুজ্জামান ও সাইফুল নামের দুই শিক্ষার্থীকে নিয়োগপত্র প্রদান করেন মো. মাহমুদুল হাসান। এছাড়া চারটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিষ্ঠান চারটি হচ্ছে ইউথ ফায়ার আইটি, বুস্ট আইটি সলিউশন, অপরচুনিটি আইটি ও টাচটেক আইটি। প্রজেক্ট ফেয়ার ও প্রোগ্রামিং কনটেস্ট প্রাইম ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত ‘প্রজেক্ট ফেয়ার - ২০১৭’ গত ৫ মে অনুষ্ঠিত হলো। প্রাইম ইউনিভার্সিটির ইইই ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের দ্বারা উদ্ভাবিত ৪০টিরও বেশি বৈজ্ঞানিক প্রকল্প মেলায় প্রদর্শিত হয়। প্রজেক্ট ফেয়ারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, মীর শাহাবুদ্দিন। তিনি এ প্রজেক্ট ফেয়ার শিক্ষার্থীদের নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ আব্দুন নূর ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবু জামান। প্রতিযোগিতাটিতে প্রোগ্রামিং সমস্যা সমাধান ও অ্যালগরিদমসহ বেশ কিছু বিষয়ে দক্ষতা প্রদর্শনের জন্য ৫০ জনেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্যাম্পাস প্রতিবেদক
×