ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহজ জয়ে শেষ চারে হায়দরাবাদ

প্রকাশিত: ০৬:০২, ১৪ মে ২০১৭

সহজ জয়ে শেষ চারে হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চারে যেতে সানরাইজার্স হায়দরাবাদের জন্য এটি ছিল অনেকটাই ‘ডু অর ডাই’ ম্যাচ। তাতে সহজ জয়ে ‘কোয়ালিফাইং’ রাউন্ড নিশ্চিত করল ডেভিড ওয়ার্নারের দল। শনিবার লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিয়ে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নরা জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে। ১৯.২ ওভারে ১৫৪ রানে অলআউট হয় গুজরাট। জবাবে ওয়ার্নার (৫২ বলে ৬৯*) ও বিজয় শঙ্করের (৪৪ বলে ৬৩*) ম্যারাথন দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ওয়ার্নার-বিজয়ের দাপটের আগে প্রতিপক্ষকে সীমার মধ্যে আটকে রেখে বোলাররা সানরাইজার্সের জয়ের পথ তৈরি করে দেন। যদিও গুজরাটের হয়ে উদ্বোধনী জুটিতে ডোয়াইন স্মিথ ও ইশান কিষান ১১১ রান তুলে ফেলেছিলেন। এরপরই লায়ন্সদের ব্যাটিং লাইনআপে নাটকীয় বিপর্যয়। ১১১ থেকে ১৫৪ রান পর্যন্ত যেতে (৪৩ রানের মধ্যে) দশ-দশটি উইকেট হারায় গুজরাট। দলীয় ১১১ রানের মাথায় ব্যক্তিগত ৫৪ রানে আউট হন স্মিথ। ১২০ রানে ফিরে যান কিষান (৬১)। ওই ১২০ রানেই আউট অধিনায়ক সুরেশ রায়না (২) ও দিনেশ কার্তিক (০)। ১২৩ রানে এ্যারন ফিঞ্চ (২), ১৪২-এ জেমস ফকনার (৮), ১৪২ রানে প্রদীপ সানওয়ান (০), ১৫৩তে অঙ্কিত সনি (০), ১৫৪ রানে প্রভীন কুমার (১) ও ১৫৪ রানেই আউট হন মুনাফ প্যাটেল (০)। পতনের মিছলে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। হায়দরাবাদের হয়ে পেসার মোহাম্মদ সিরাজ ৪ ও লেগস্পিনার রশীদ খান নেন ৩টি করে উইকেট, ২ শিকার ভুবনেশ্বর কুমারের। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে বাকি কাজটা করেন ব্যাটসম্যানরা। অপরাজিত ৬৯ রানের পথে ৯টি চার মারেন ওয়ার্নার। ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলতে যা বোঝায়Ñ সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত আসরে হায়দরাবাদকে প্রথমবারের মতো শিরোপা উপহার দিয়েছিলেন। এবারও দারুণ ব্যাটিং করে যাচ্ছেন তুখোড় এই অস্ট্রেলিয়ান ওপেনার।
×