ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিমোনা-মাদেনোভিচ শিরোপা লড়াই

প্রকাশিত: ০৬:০১, ১৪ মে ২০১৭

সিমোনা-মাদেনোভিচ শিরোপা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ সার্বিক পরিস্থিতি যেমন দেখা যাচ্ছে তাতে করে এবার মাদ্রিদ ওপেনের শিরোপা সিমোনা হ্যালেপের হাতেই ওঠা স্বাভাবিক। রোমানিয়ান এ টেনিস তারকা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে বর্তমানে। আর মাদ্রিদে গত বছর শিরোপা জিতেছিলেন তিনি। আর রেকর্ড তিনবার ফাইনালে উঠেছেন এবার। টুর্নামেন্ট ডিরেক্টরও সাবেক রোমানিয়ার গ্রেট টেনিস তারকা ইয়ন টিরিয়াচ। সবমিলিয়ে দেশ থেকে দূরের একটি শহরে হলেও নিজের ঘরের মতোই পারিপার্শ্বিক পরিস্থিতি থাকবে হ্যালেপের জন্য। কিন্তু তবু শিরোপা জেতাটা তারজন্য একেবারে সুনিশ্চিত কোনভাবেই বলা যায় না। কারণ প্রতিপক্ষ ক্রিস্টিনা মাদেনোভিচ র‌্যাঙ্কিংয়ে (১৭ নম্বর) হয়তো পিছিয়ে, এমন বড় ম্যাচ খেলার দিক থেকে কম অভিজ্ঞ কিন্তু চলমান আসরে যেমন খেলেছেন এ ফরাসী তরুণী তাতে করে হ্যালেপের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শেষ পর্যন্ত মাদ্রিদ ওপেন দেখতে পারে নতুন চ্যাম্পিয়নও। চলতি বছরই ক্যারিয়ারের প্রথম ও একমাত্র ডব্লিউটিএ শিরোপা জিতেছেন মাদেনোভিচ। গত দুই বছর ধরেই দারুণ খেলছেন এ ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ তরুণী। বর্তমানে আছেন ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে। মাদ্রিদ ওপেনের ফাইনালে ওঠার পথে অবশ্য খুব বড় পরীক্ষা দিতে হয়নি। শুধু সেমিফাইনালে রাশিয়ার সভেতলনা কুজনেতসোভার বিরুদ্ধে নামতে হয়েছিল। সেই সেমির লড়াইয়ে বেশ ঘাম ঝরানো সংগ্রাম করতে হয়েছে। দুই সেটের লড়াই হলেও উভয় প্রতিযোগী ছিলেন দারুণ উজ্জীবিত। দ্বিতীয় সেট গড়িয়েছে টাইব্রেক পর্যন্ত। অবশেষে মাদেনোভিচ ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠেন। এবার ফাইনালে আরেকটি বড় পরীক্ষা তারজন্য। ক্যারিয়ারে দ্বিতীয় শিরোপা জেতার সুযোগ। লড়তে হবে ৩ নম্বর বাছাই হ্যালেপের বিরুদ্ধে। হ্যালেপ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কঠিন লড়াইগুলো মোকাবেলা করেছেন। তবে শেষ চারে আনস্তাসিয়া সেভাসতোভার বিরুদ্ধে তেমন কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে হয়নি তাকে। সহজেই ৬-২, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন। মাদ্রিদ ওপেনের ফাইনালেও খোলা চোখে দেখলে এবং কাগজ-কলমের হিসেব কষলে হ্যালেপকেই ফেবারিট বলা যায়। কিন্তু শুধু র‌্যাঙ্কিং এখানে বড় বিষয় নয়, চলমান টুর্নামেন্টের এবং সাম্প্রতিক সময়ে মাদেনোভিচের পারফর্মেন্সটাও বড় বিষয় এখানে। এ ব্যাপারে হ্যালেপ বলেন, ‘আমার জন্য এটাই প্রত্যাশিত ছিল তা কোনভাবেই বলতে পারি না। কারণ বছরের শুরুটা অনেক কঠিন ছিল। সুতরাং আমি অনেক গর্বিত যেসব ধরনের পরিস্থিতি ও আবেগ আমি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ বর্তমান সময়ে নিজের মনোভাবে অনেকখানিই পরিবর্তন এসেছে হ্যালেপের। কোর্টে নামার পর যে নেতিবাচক প্রবৃত্তি কাজ করতো সেটাকে বেশ ভালভাবেই নিয়ন্ত্রণ করেছেন তিনি। এ বিষয়ে এ রোমান তারকা বলেন, ‘গত ৫ সপ্তাহে আমি বৈপরিত্য অনুভব করছি।
×