ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়ালের বাধা আজ সেভিয়া

প্রকাশিত: ০৬:০০, ১৪ মে ২০১৭

রিয়ালের বাধা আজ সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের খুব কাছাকাছি অবস্থানে রিয়াল মাদ্রিদ। ৩৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহে এখন ৮৪ পয়েন্ট। যেখানে এক ম্যাচ বেশি খেলেও সমান পয়েন্ট বার্সিলোনার। তবে শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের সামনে আজ বড় হুমকি সেভিয়া। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে যারা। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল সেভিয়া। সেই ম্যাচে জর্জ সাম্পাওলির দল ২-১ গোলে লজ্জাজনকভাবে হারায় রামোস-রোনাল্ডোদের। শুধু তাই নয়, সবধরনের প্রতিযোগিতায় টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদকে থামিয়ে রীতিমতো চমকে দেয় সেভিয়া। তবে আজকের ম্যাচটা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তাই সতর্ক থেকেই সেভিয়াকে আতিথ্য দিবে জিনেদিন জিদানের শিষ্যরা। শুধু লা লিগায়ই নয়, রিয়াল মাদ্রিদের সামনে এবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখারও হাতছানি। কেননা দুই লেগ মিলিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ইতোমধ্যেই যে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এর ফলেই ১৯৫৭/৫৮ মৌসুমের পর এবারই প্রথম বড় দু’টি শিরোপা জয়ের হাতছানি রিয়াল মাদ্রিদের। তবে লা লিগায় রিয়ালের শিরোপা জয়ের পথটাকে শেষ মুহূর্তে জটিল করে তুলেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাই। বিশেষ করে এল ক্লাসিকো জয়ের পরই শিরোপার লড়াই জমিয়ে তোলে লুইস এনরিকের দল। লা লিগায় আজ কাতালান ক্লাবটির প্রতিপক্ষ লাস পালমাস। ম্যাচটা হবে লাস পালমাসের মাঠে। তাই বার্সিলোনাও সতর্ক থেকেই মাঠে নামবে। তাছাড়া এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে দলের আক্রমণ ভাগের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। ‘এমএসএন’ খ্যাত বার্সিলোনার আক্রমণ ভাগের এই তিন স্ট্রাইকার সম্প্রতি গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন। চ্যাম্পিয়ন্স লীগ থেকে ইতোমধ্যে ছিটকে গেলেও এখন পর্যন্ত লা লিগার শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দেয়নি বার্সিলোনা। এদিকে লা লিগায় এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দারুণ ছন্দে থাকা বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। গত মাসে বার্সিলোনার হয়ে লীগে ছয়টি ও চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেন তিনি। লীগে ছয় ম্যাচে মোট আট গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। এবারের লীগে এখন পর্যন্ত ৩৫ গোল করা মেসি পিচিচি ট্রফি জয়ের দৌড়ে অনেক এগিয়ে আছেন। ২৭ গোল নিয়ে পেছনে আছেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। ব্যালন ডি’অর জয়ের দৌড়েও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। সর্বশেষ নয়বারই এই ট্রফিটাকে ভাগাভাগি করে নিয়েছেন মেসি আর রোনাল্ডো। আরও একটি পরিসংখ্যান ঘেঁটে বললে দেখা যায় শেষ দশবারই ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছে স্পেনে খেলা ফুটবলাররা। তাহলে কি অন্য লীগের খেলোয়াড়রা শুধু দেখেই যাবেন তা? এটা মানতে নারাজ চেলসির বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। ২০১৭ সালেই এই ট্রফি ছোঁয়ার ব্যাপারে আশাবাদী ইংলিশ প্রিমিয়ার লীগের এই তারকা ফুটবলার। এবার না হলেও কোন না কোন সময় ব্যালন ডি’অর ট্রফিটা উঁচিয়ে ধরার অপেক্ষায় দিন গুনছেন তিনি। এ বিষয়ে ২৬ বছর বয়সী এই প্লে-মেকার বলেন, ‘একদিন আমি এই ট্রফিটা জিতব। এটা আমার মনের মধ্যেই আছে। আর যদি নাও জিতি তারপরও কোন কিছু এসে যাবে না। তবে আমি চেষ্টা করব আমার ক্যারিয়ারটাকে দারুণভাবে সাজাতে। সেজন্য আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। যদি কখনও নাও জিতি তারপরও আমি মনে করি অন্য কেউ এটা জেতার যোগ্য।’
×