ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল, ঢাকা আবাহনী ১-১ সাইফ স্পোর্টিং

লাল কার্ডেও সমতা ঢাকা আবাহনী-সাইফের

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ মে ২০১৭

লাল কার্ডেও সমতা ঢাকা আবাহনী-সাইফের

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচটিকে ঘিরে আগেই ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহলের। সেই কৌতূহলের অবসান ঘটেছে লালকার্ড এবং গোলের সমতাতে। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল আসরের পর্দা উঠেছে শনিবার (বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর এ্যান্ড হেড অব দি ডিপার্টমেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এ আসরের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড এবং নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। খেলাটি ড্র হয় ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগির এই ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে। অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করেছে সাইফ। তবে আগে গোল করে এগিয়ে গেলেও নিজেদের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেনি ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দু’দলই ফাউল করে খেলে বেশি। যার মাসুলও গুণতে হয় উভয় দলকেই। ৩ মিনিটে প্রতিপক্ষের বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় আবাহনী। কিন্তু গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। ৬ মিনিটে সাইফের বক্সের ভেতর থেকে আবাহনীর নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের শট ফিরিয়ে দেন সাইফের ডিফেন্ডাররা। ঢাকা আবাহনীর ৫ ফুটবলার নাম লিখিয়েছেন সাইফে। এ নিয়ে দুই ক্লাবের মধ্যে একটা দ্বন্দ্ব ছিলই। সেটারই বহিঃপ্রকাশ দেখা গেছে মাঠে। ম্যাচের ১০ মিনিটে তপু বর্মনকে লাথি মারেন আবাহনীর অধিনায়ক-ডিফেন্ডার মামুন মিয়া। মাঠের মধ্যে মামুন মিয়া রেফারিকে দেখাতে থাকেন কিছুক্ষণ আগে তার পায়েও লাথি মারেন তপু। রেফারি মিজানুর রহমানের সঙ্গে বাকবিত-ার এক পর্যায়ে (১৩ মিনিটে) মামুন মিয়া এবং সাইফ স্পোর্টিংয়ের তপু বর্মনকে লালকার্ড দেখান রেফারি। ফলে উভয়দলই পরিণত হয় দশজনের দলে। উল্লেখ্য, এবারের মৌসুমে ঢাকা আবাহনী থেকেই বড় অঙ্কের পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে নাম লেখান তপু। ৩৯ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন জুয়েল রানা। কিন্তু পোস্ট লক্ষ্য করে শট নিলেও দক্ষতার সঙ্গেই বল বাইরে পাঠান আবাহনীর ডিফেন্ডাররা। প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে যায় আবাহনী। রায়হানের লং থ্রো বক্সে পেয়ে আলতো ব্যাকহেডে লক্ষ্যভেদ করেন এমেকা ডার্লিংটন (১-০)। তবে ৭০ মিনিটে মিডফিল্ডার জুয়েল রানার ক্রসে বল পেয়ে ব্যাকহিলে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার ইব্রাহিম (১-১)। সমতায় ফেরে সাইফ। শেষ পর্যন্ত এই অমীমাংসিত স্কোরেই শেষ হয় ম্যাচ। এ আসরে গ্রুপ ‘এ’তে আছে ঢাকা আবাহনী লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড; ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব; গ্রুপ ‘সি’তে চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব; ‘ডি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং টিম বিজেএমসি। এটা ফেডারেশন কাপের ২৯তম আসর। ২৮তম ফেডারেশন কাপের (২০১৬) চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী। রানার্সআপ হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। অংশগ্রহণকারী দলগুলো নিজ নিজ গ্রুপে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলবে। প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল করে আটটি উন্নীত হবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুন। টুর্নামেন্ট চলাকালে এএফসি কাপে খেলতে যাবে ঢাকা আবাহনী। তবে ঢাকা আবাহনী দেশের বাইরে গেলেও টুর্নামেন্ট চলমান থাকবে। টিকেটের ব্যবস্থা থাকবে দর্শকদের জন্য। সাধারণ গ্যালারি ২০ টাকা এবং ভিআইপি গ্যালারি ৫০ টাকা। অংশগ্রহণ বাবদ ১ লাখ টাকা করে পাবে ক্লাবগুলো। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকে বড় এবং ভালমানের রেফ্রিজারেটর দেয়া হবে।
×