ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৫২, ১৪ মে ২০১৭

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতন থাকলেও বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে এক কার্যদিবস বৌদ্ধ পূর্ণিমার সরকারী ছুটির কারণে লেনদেন বন্ধ ছিল। জানা গেছে, গত সপ্তাহে ৪ কার্যদিবসে ২ হাজার ৮৩১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে ছিলো ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। তবে ৪ কার্যদিবস ধরে তুলনা করলে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৫৫৭ কোটি ৭৯ লাখ টাকা বা ২.৪৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ১৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ১৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৮০ শতাংশ বা ৪৪.৫০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৪৮ শতাংশ বা ৯.৭৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৩ শতাংশ বা ১.৬৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির। আর দর কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে বাজারে তালিকাভুক্ত মোট তিনটি কোম্পানি ও দুইটি মিউচুয়াল ফান্ড সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রাইম ব্যাংক ১০ শতাংশ বোনাস, মাইডাস ফাইনান্স কোন লভ্যাংশ ঘোষণা করেনি এবং বে-লিজিং মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া এআইবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ ও এমবিএল ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেও সূচক কিছুটা কমেছে। যার কারণে সার্বিক বাজার মূলধনও কিছুটা কমার দিকে ছিল। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা। শেষ কার্যদিবসে যা কমে দাঁড়ায় ৩ লাখ ৭২ হাজার কোটি টাকা। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.৮৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির ১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির ১ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির ৪০ লাখ ৪ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ন্যাশনাল ফিড মিল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস,ওয়ান ব্যাংক, ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দর হারানোর তালিকার শীর্ষে অবস্থান করছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪.০৯ শতাংশ। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানির ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ২ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.৭৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানির ১ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৬ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৯.৭০ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানির ৯৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৩ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×