ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছের জুতা

প্রকাশিত: ০৫:৫১, ১৪ মে ২০১৭

মাছের জুতা

চীনা বংশোদ্ভূত ইতালীয় পাচক ইউজিও হু। বাস্কেট বল খেলা ও পপ গানের দারুণ ভক্ত তিনি। এবার বাস্কেট বল খেলোয়াড়দের জন্য ভিন্ন রকম জুতা তৈরি করে আলোচনায় এসেছেন ২৮ বছর বয়সী এই পাচক। জুতার এই শিল্পকর্ম তৈরিতে মাছ, সামুদ্রিক শৈবাল ও চাল ব্যবহার করেছেন তিনি। এই জুতায় কাঁচা মাছ ব্যবহার করলেও এতে কোনও গন্ধ নেই। ইতালির মিলানে বসবাসরত এই পাচক বলেন, আমি বাস্কেটবল খেলার ভক্ত। তাই আমি এই জুতা তৈরি করার উদ্যোগ নেই। এখানে আমি জাপানী চালের দলা, মাছ ও সামুদ্রিক শৈবাল ব্যবহার করেছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শিল্পকর্মের ছবি পোস্ট করেন ইউজিও হু। অল্প সময়ের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এসব শিল্পকর্ম সংগ্রহের আগ্রহ পোষণ করে। গণমাধ্যমকে তিনি বলেন, শিল্পকর্ম তৈরির প্রতি তার ঝোঁক বাল্যকাল থেকেই। এ জন্য আর্ট স্কুলেও ভর্তি হন তিনি। তবে ১৮ বছর বয়সে তাকে স্কুল ছাড়তে হয়। পরে পাচকের পেশায় আসেন। বর্তমানে মিলানের জনপ্রিয় সাকানা সুশি হোটেলের মালিক তিনি। পাশাপাশি একই হোটেলের প্রধান পাচক হিসেবে কাজ করছেন ইউজিও হু। -হাফিংটনপোস্ট অবলম্বনে।
×