ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন নির্বাচনমুখী ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫১, ১৪ মে ২০১৭

বিএনপি এখন নির্বাচনমুখী ॥ রিজভী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বিএনপি এখন নির্বাচনমুখী। জনগণের ভালবাসায় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই তিনি সাধারণ ভোটারদের ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত বলে তিনি মনে করেন। শনিবার বিকেল হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনি দলের প্রার্থীর পক্ষে জনসংযোগ ও বিভিন্ন পথসভায় এই কথা বলেন। তিনি সৈয়দপুর শহরের প্রধান সড়ক ও নির্বাচনী এলাকার চৌমুহনী বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেলওয়ে ঘুমটিসহ কয়েকটি পয়েন্টে পথসভা করেন। এর আগে তিনি সৈয়দপুর শহরের বিএনপি দলীয় কার্যালয়ে প্রথমে এসে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ উপ-নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন। এখানে তিনি নেতাকর্মীদের বলেন, ভোট কেন্দ্র পাহারা দিয়ে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এটি আমাদের চ্যালেঞ্জ। কারণ সৈয়দপুরে বিএনপির অবস্থান ভাল। জনগণ এখানকার বিএনপির প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। পরে জনসংযোগ ও পথ সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শওকত হায়াৎ শাহ্, বিএনপি নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৬ মে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ানম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ নির্বাচনে চেয়ারম্যান পদে যে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছে তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা), বিএনপির শওকত হায়াৎ শাহ (ধানের শীষ), জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আবদুল মুনতাকিম (আনারস)।
×