ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাইমারী শিক্ষা একাডেমি কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ মে ২০১৭

সড়ক দুর্ঘটনায় প্রাইমারী শিক্ষা একাডেমি কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ময়মনসিংহ বিভাগীয় মহাপরিচালক মোঃ ফজলুর রহমান (৫৫)। আহত হয়েছেন আরও পাঁচজন। এদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খাগড়াছড়িতে সরকারী একটি নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার পথে এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে ফজলুর রহমান ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সকাল সাড়ে সাতটার দিকে। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু আহতদের অবস্থা মারাত্মক থাকায় তাদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগে নেপ মহাপরিচালক মোঃ ফজলুর রহমানকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহতরা হলেন রফিকুল ইসলাম তালুকদার, তার স্ত্রী মুশফিকা বিন সুলতানা, আলী হোসেন ও হাইকুল ইসলাম, দয়াল চন্দ্র দেব (চুক্তিভিত্তিক কর্মরত)। আহত রফিকুল ইসলাম তালুকদার চট্টগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক। তার স্ত্রী মুশফিকা পটিয়া উপজেলার পিটিআইর সুপার। আহত আরেকজনের নাম জানা যায়নি। আহত অবস্থায় এদের চমেক হাসপাতালে আনার পর চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারী-বেসরকারী বিভিন্ন স্তরের উর্ধতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা ভিড় জমান। সৃষ্টি হয় শোকাহত পরিবেশ। চমেক সূত্রে জানা গেছে, আহত অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। জনকণ্ঠের ফটিকছড়ি সংবাদদাতা জানিয়েছেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উল্লেখ্য, নিহত ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য। ২০১৫ সালের ১৯ জানুয়ারি তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের মহাপরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) এবং যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। তার বাড়ি ময়মনসিংহের কালীবাড়ি রোড এলাকায় বলে জানা গেছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নিহত ফজলুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। দৌলতপুরে স্কুলছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম (১১) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে জিহাদ (৯) নামে তৃতীয় শ্রেণীর আরেক ছাত্র। হতাহতরা তারাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্কুলছাত্র হাসিবুল ও জিহাদ বাইসাইকেল চড়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন এবং জিহাদকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে। মাদারীপুরে গৃহবধূ নিহত নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার বেলা তিনটার দিকে মাদারীপুর শহরের ডিসি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় অরুমিতা কর্মকার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। দুর্ঘটনায় তার স্বামী রতন রায় (৪২) আহত হন। জানা গেছে, ঘটনার সময় রতন রায় ও তার স্ত্রী অরুমিতা মোটরসাইকেলে মাদারীপুর থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। ডিসি অফিসের সামনে এলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অরুমিতা কর্মকার মারা যান। নিহতের বাড়ি শরীয়তপুরের জাজিরা এলাকায়। মাগুরায় বৃদ্ধ নিহত নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার সকালে মাগুরার হাজরাপুরে সড়ক দুর্ঘটনায় আলমউদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মাগুরাÑঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার হাজরাপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক পথচারী আলমউদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর শোক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মোঃ ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান। খবর বাসসর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানও ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
×