ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দূষিত বাতাস থেকে জ্বালানি

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ মে ২০১৭

দূষিত বাতাস থেকে জ্বালানি

দূষিত বাতাস থেকে জ্বালানি তৈরির এক নয়া ডিভাইস তৈরি করেছেন বেলজিয়ামের একদল বিজ্ঞানী। সূর্যালোকের সাহায্যে এ ডিভাইস দূষিত বাতাসকে জ্বালানিতে রূপান্তর করে। একটি ঝিল্লি পর্দার সাহায্যে তৈরি এ যন্ত্রের দুটি কুঠুরি রয়েছে। এর একটি কুঠুরি দূষিত বাতাসকে বিশুদ্ধ করে। অপরটি বাতাসের দূষিত উপাদানগুলোকে হাইড্রোজেন গ্যাসে পরিণত করে। এ হাইড্রোজেন গ্যাসকে সঞ্চিত রেখে পরবর্তী সময়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গবেষকরা ইতোমধ্যে হাইড্রোজেনের সাহায্যে চালিত কিছু বাসে এ গ্যাস ব্যবহার করে ফল পেয়েছেন। বেলজিয়ামের এ্যান্টুয়ার্প বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামি ভারুজেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা দাবি করেছেন। স্যামি ভারুজেন বলেছেন, এ যন্ত্রের ঝিল্লি পর্দা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করে। বিশেষভাবে তৈরি নানা উপাদানের সাহায্যে এ ঝিল্লি পর্দা তৈরি করা হয়েছে। এ পর্দা হাইড্রোজেন উৎপাদন ও দূষিত বাতাসকে সাফ করতে অনুঘটক হিসেবে কাজ করে। এর আগে এ ধরনের ঝিল্লি পর্দার কোষ পানি থেকে হাইড্রোজন গ্যাস নিষ্কাশনে ব্যবহার করা হত বলে জানান স্যামি ভারুজেন। তিনি বলেন, এরপর আমরা আবিষ্কার করেছি যে এ ধরনের ঝিল্লি পর্দা দূষিত বাতাস পরিষ্কার করতে পারে এবং এ প্রক্রিয়া অত্যন্ত কার্যকরি। তাদের আবিষ্কৃত নয়া ডিভাইসটি ঠিক সোলার প্যানেলের মতো কাজ করে। উভয় যন্ত্রই সূর্যালোকের সাহায্যে শক্তি উৎপাদন করে। বাণিজ্যিকভাবে এ যন্ত্রের ব্যবহার নিয়ে এখন গবেষক দলটি কাজ করছে। পাশাপাশি এ যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি নিয়ে চলছে গবেষণা। এ সংক্রান্ত গবেষণাটি সম্প্রতি জার্নাল চেমসাসচেমে প্রকাশিত হয়েছে। -সোলার ডেইলি অবলম্বনে
×