ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টুডিও থিয়েটারে আজ ব্যতিক্রমের ‘দুরাশা’

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ মে ২০১৭

স্টুডিও থিয়েটারে আজ ব্যতিক্রমের ‘দুরাশা’

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রম নাট্যদলের ৪৫তম প্রযোজনা ‘দুরাশা’ নাটকের পঞ্চম প্রদর্শনী শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। নাটকে নবাবপুত্রী নুরুন্নীসা চরিত্রে একক অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম। নির্দেশক সাইফুল ইসলাম সোহাগ জনকণ্ঠকে জানান, একক নাটক হিসেবে মঞ্চে আনা ব্যতিক্রমের নিরীক্ষাধর্মী প্রযোজনাগুলোর একটি হচ্ছে ‘দুরাশা’। এর কাহিনী অতৃপ্ত বাসনার বেদনাময় ইতিহাস। ধর্মটা এখন অভ্যাসের জায়গায় চলে যাচ্ছে। যার কারণে আমরা ভালবাসাকে অবজ্ঞার চোখে দেখতে শুরু করেছি। এটাকে অভ্যাসে পরিণত না করে যদি বিশ্বাসের জায়গায় আনা যায়, তাহলে সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্ভবপর হবে। মোটকথা আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভালবাসা ও দেশপ্রেমের যে সঙ্কট, সে জায়গা থেকে এই গল্পটি বেছে নেয়া। নাটকটির কাহিনী গড়ে উঠেছে আত্মবাসনার এক বেদনাময় ইতিহাসকে কেন্দ্র করে। নবাবপুত্রীর জীবনের ইতিহাস শুধু প্রেমের কথা নয়, প্রেমে সাফল্য লাভ করার উদ্দেশ্যে ব্রাহ্মণত্ব অর্জন করার জন্য তিনি প্রাণান্তকর পরিশ্রম করলেও কেশরলাল তার সেবা গ্রহণ করতে ঘৃণা বোধ করেন। ব্রাহ্মণত্ব অর্জন করে নবাবপুত্রী টের পান, যার অজেয় ব্রাহ্মণ্যতেজ তাকে ঘরছাড়া করেছিল, যে ব্রাহ্মণ অন্যের দান গ্রহণ করত না, মরণকালে জলও পরিত্যাগ করে, সে ভুটিয়া রমণীকে বিয়ে করে নিশ্চিন্তে সংসার করছে। এ কারণেই তিনি প্রশ্ন তোলেন, ব্রাহ্মণ্য কি একটি সংস্কার না অভ্যাস, নাকি তা প্রকৃতপক্ষেই ধর্ম?
×