ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৩, ১৪ মে ২০১৭

টুকরো খবর

আদিবাসী শিশু ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ মে ॥ ঝিনাইগাতীতে আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনায় সুজন মারাক নামে আদিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সুজন মারাক স্থানীয় বাকাকুড়া গ্রামের সিধল সাংমার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। একই দিন জেলা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা যায়, গত ২ মে রাতে সুজন মারাক প্রতিবেশী আদিবাসী পরিবারের শিশু চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিয়ে মাধ্যমে আপোসরফার চেষ্টা চালান ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকশিসহ স্থানীয় আদিবাসী নেতারা। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও তারা আপোসরফায় ব্যর্থ হলে শুক্রবার রাতে ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। ধর্ষকদের শাস্তি দাবিতে রাবিতে মানববন্ধন রাবি সংবাদদাতা ॥ রাজধানীর বনানীতে দুই তরুণীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাহমুদা মিতুল ইভার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কনি ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফাবাস্সির হক, অর্থনীতি বিভাগের রাশেদ রিমন প্রমুখ। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১৩ মে ॥ তিন সন্তানের জননী রেহনা বেগম আদালতে মামলা করায় আসামিদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন। পৌরসভার পাইকপাড়া গ্রামে ছোট ভাইয়ের স্ত্রী মাসুমার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে রেহানার স্বামী আতাউর রহমান নয়নের। নয়ন ও মাসুমাকে আপত্তিকর অবস্থায় দেখে স্ত্রী রেহানা প্রতিবাদ করায় তাকে ও তার তিন সন্তানকে নির্যাতন করে স্বামী আতাউর রহমান। রেহানা বেগম লাকসাম থানায় বাদী হয়ে স্বামী আতাউর রহমানসহ ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। নয়ন ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেহানার ওপর নির্যাতনের এক পর্যায়ে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যায়। এর কয়েকদিন পর আতাউর রহমান রেজিঃ চিঠি পাঠায় রেহানার নামে। রেহানা ওই চিঠি গ্রহণ করেননি। পরে জানতে পারেন, নয়ন তাকে তালাকনামার কাগজপত্র পাঠায়। ঘটনাটি জেনে রেহানা পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, গ্রামের সর্দারসহ সবাইকে জানান। এদিকে আদালত পুনরায় রেহানার সঙ্গে সংসার করার জন্য আতাউর রহমানকে জামিনে মুক্তি দেয়। জামিনে মুক্তি পাওয়ার পর আতাউর ও রেহানার ভাসুর, দেবর এবং এলাকার সন্ত্রাসীরা রেহানাকে লাকসাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে এক পোশাক কারখানায় শুক্রবার মধ্য রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং নামের পোশাক কারখানার সাততলা ভবনের তিনতলায় শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। রফতানির জন্য তৈরি পোশাকের গোডাউনসহ এ ফ্লোরে বিপুল পরিমাণ ফেব্রিক্স, কার্টুন ও বিভিন্ন মালামাল রাখা ছিল। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রফতানির জন্য তৈরি পোশাক ও কাঁচামালসহ ওই কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। গুদামে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে নীলফামারী বড় বাজারের মেসার্স জাহাঙ্গীর স্টোরের বিভিন্ন পণ্যের রক্ষিত গুদাম পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোরে এ ঘটনায় স্টোরের মালিক জাহাঙ্গীর আলম ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করেছে। নীলফামারী ফায়ার সার্ভিস সূত্র মতে, ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। মেসার্স জাহাঙ্গীর স্টোরের মালিক জাহাঙ্গীর আলম বলেন, তিনি বিভিন্ন পণ্যের পরিবেশক। তার গুদামে শনিবার ভোরে রহস্যজনকভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে তার মালামাল পরিবহনের ভটভটি গাড়িটিও পুড়ে যায়। বিনামূল্যে জরায়ুর অপারেশন নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৩ মে ॥ কুমুদিনী হাসপাতালে শনিবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বের সর্বাধুনিক পদ্ধতিতে জরায়ুর অপারেশন করা হবে। আগামী ১৭ মে পর্যন্ত অস্ট্রেলিয়ান ডাক্তার বারবারা এবং জন এ অপারেশন করবেন বলে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জরায়ু বেশি নেমে গেলে (৩ থেকে ৪ ডিগ্রী জেনিটাল প্রোলাপস) আমাদের দেশে ডাক্তারগণ ভ্যাজিনাল হাইসটোরেকটমি পদ্ধতিতে যোনিপথের মাধ্যমে জরায়ু কেটে ফেলেন। কিন্তু বিশ্বের সর্বাধুনিক সেকরোস্পাইনাস ফিকসাশন পদ্ধতিতে অপারেশন করলে জরায়ু কেটে ফেলতে হয় না। কুমুদিনী হাসপাতালে অস্ট্রেলিয়ার ওই দুই ডাক্তার সর্বাধুনিক পদ্ধতিটি ব্যবহার করে জরায়ু অপারেশন করবেন। এ সেবা গ্রহণ করতে রোগীকে কোন অর্থ গুনতে হবে না এবং ওষুধও কিনতে হবে না। ওষুধসহ সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন করা হবে। দেশের যে কোন প্রান্ত থেকে এসে যে কোন রোগী এ সেবা গ্রহণ করতে পারবেন বলে ডাঃ দুলাল পোদ্দার জানান। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার ডাক্তার বারবারা ও জন এ চিকিৎসার ওপর কয়েকজন ডাক্তার ও আট নার্সকে প্রশিক্ষণও দেবেন। বদলি ঠেকাতে তদবির স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে তিন পদের দায়িত্ব পালনকারী কম্পিউটার অপারেটরকে অন্যত্র বদলির নির্দেশের ফাইল চাপা পড়ে রয়েছে। এক দশকের বেশি সময় ধরে চাকরিরত কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান কক্সবাজার না ছাড়তে ব্যাপক তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন একই স্থানে থাকার সুবাদে জামায়াতের কতিপয় নেতার সঙ্গে সখ্য থাকাসহ গোপনে ঠিকাদারি ব্যবসায় জড়িয়ে সরকারের বরাদ্দকৃত অর্থের অপচয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কম্পিউটার অপারেটর আসাদুজ্জামানকে কক্সবাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। জানা যায়, আসাদুজ্জামান এক দশকের বেশি সময় ধরে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে কম্পিউটার অপারেটর ছাড়াও কক্সবাজার এবং চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন একই স্থানে চাকরি করার সুবাদে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজেকে ক্যাশিয়ার পরিচয় দিয়ে দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে সরকারদলীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক তাকে দ্রুত কক্সবাজার থেকে অন্যত্র বদলি করার সুপারিশ করেন। গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামানকে বদলির নির্দেশ দিলেও ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে তার নিকটাত্মীয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকায় বদলির আদেশ ঠেকাতে তিনি তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। যার কারণে স্থানীয় ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ মে ॥ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তিন সন্তানের জননীকে নগ্ন করে নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখা। শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলা মহিলা পরিষদের নেত্রী-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও নির্যাতিতা নারীর আত্মীয়স্বজন অংশ নেন। জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভিন লুনার সভাপতিত্বে বক্তব্য দেনÑ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব ও নির্যাতিত গৃহবধূর মেয়ে বৃষ্টি বেগম। উল্লেখ্য, গত রবিবার রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলালের নির্দেশে যুবলীগ নেতা রায়হানের কর্মীরা ওই গ্রামের স্বামী পরিত্যক্তা তিন সন্তানের জননীকে তুলে নিয়ে যায়। পরে পরিষদে তাকে নগ্ন করে নির্যাতন করা হয় বলে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন। শিশুকে ধর্ষণের চেষ্টা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ মে ॥ তালতলীর শিশু শ্রেণীর এক ছাত্রীকে শুক্রবার বিকেলে বখাটে তাইয়েবুর রহমান ধর্ষণের চেষ্টা করে। রাতে শিশুটিকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুর দাদি বলেন, মৌরুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী শুক্রবার বিকেলে রাস্তায় খেলা করছিল। এ সময় প্রতিবেশী কুদ্দুস ফরাজীর বখাটে ছেলে তাইয়েবুর রহমান শিশুটিকে ডেকে ওদের বাড়ি নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওর বাড়িতে কেউ ছিল না। শিশুর চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক তাইয়েবুর পালিয়ে যায়। চট্টগ্রামে আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের প্রতিষ্ঠার লগ্নে স্থিরকৃত বাংলাদেশ ও বিদেশে প্রকৌশল কর্মের সকল শাখার সম্পর্কযুক্ত বিজ্ঞান, ব্যবহারিক জ্ঞান ও কর্মকা-ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ও প্রকৌশলী এম এ রশিদ, প্রকৌশলী এম আলী আশরাফ, প্রকৌশলী মোঃ হারুন, প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ। শেবাচিমে এবার ইনচার্জের কক্ষে ওষুধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের পুকুর থেকে ভাসমান সরকারী ওষুধ উদ্ধারের পর এবার ফিমেল মেডিসিন বিভাগের ইনচার্জের কক্ষ থেকে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সরকারী ওষুধ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুর একটার দিকে হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগমকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার সকালে প্রায় অর্ধলাখ টাকা মূল্যের সরকারী ওষুধ চতুর্থ শ্রেণীর স্টাফ কোয়ার্টারের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শেফালী বেগম ও তার পুত্র মামুনকে আটক করা হয়। আইজিসহ ৬ পুলিশকে লিগ্যাল নোটিস নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ মে ॥ আইজিসহ ৬ পুলিশ অফিসারকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বাউফলে ওসির রুমে ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান বিজয়কে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশ অমান্য করায়, নির্যাতিত বিজয়ের মা জোছনা বেগমের পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ ফারুক হোসাইন বৃহস্পতিবার এ লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিসপ্রাপ্ত ৬ পুলিশ অফিসার হলেন, আইজি, এ্যাডিশনাল আইজি (এএএ্যান্ডও), এ্যাডিশনাল আইজি, (ডিসিপ্লিন) এআইজি(সংস্থাপন/প্রশাসন/পিএ্যান্ড আর/পিআইও), এ্যাডিশনাল ডিআইজি (ডিএ্যান্ডপিএস) ও এ্যাডিশনাল এসপি (ডিএ্যান্ডপিএস)। নোটিস প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে হাইকোর্ট ও আপীল বিভাগের দেয়া আদেশ অনুযায়ী এএসপি মোঃ সাইফুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ভাইবোন আটক সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৩ মে ॥ পুলিশের অভিযানে পাথরঘাটায় আড়াই কেজি গাঁজা ও ৩০ ইয়াবাসহ ভাইবোনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য কালমেঘা ইউনিয়নের কাটাখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মনির এবং রাশেদা বেগম। পুলিশ জানায়, বাড়ি থেকে প্রথমে রাশেদা এবং মানিরকে আটক করা হয়। এ সময় তাদের তথ্যের ভিত্তিতে তিন কেজি গাঁজা ও ৩০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। চোলাই মদ পাচার ॥ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কৌশলে চোলাই মদ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে সুমন নামের এ যুবককে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে কৌশলে রাখা ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার সকালে রাঙ্গামাটি থেকে চোলাই মদ নিয়ে রওনা দেয় সুমন। রাঙ্গামাটি আদর্শ গ্রামের গফুর আহমেদের মালিকানাধীন সুগারমিলে কাজ করে এই সুমন। নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় তার বাসা। রাঙ্গামাটি থেকে শহরে ফেরার সময় প্রতিবারই সে চোলাই মদ নিয়ে চট্টগ্রামে আসে। নগরীর আমবাগান ও টাইগার পাস এলাকায় এসব চোলাই মদ বিক্রি করা হয়। পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৩ মে ॥ ভালুকায় পুকুরের পানিতে ডুবে রাকিব (১২) নামে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে গফরগাঁও উপজেলার হবিরবাড়ী সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকিব পানিতে ডুবে যায়। পরে লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
×