ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাঙ্গনরোধে যমুনা পারে আরও এক বাঁধ

প্রকাশিত: ০৪:৩২, ১৪ মে ২০১৭

ভাঙ্গনরোধে যমুনা পারে আরও এক বাঁধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বন্যা ও ভাঙ্গনের কবল থেকে আবাদী ফসল ও ঘরবাড়ি রক্ষায় সিরাজগঞ্জে যমুনাপারে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে আরও একটি রিংবাঁধ নির্মাণ করা হচ্ছে। সিরাজগঞ্জের উজানে সদর উপজেলার বাহুকা ও কাজীপুর উপজেলার শুভগাছা এবং বীরশুভগাছায় পানি উন্নয়ন বিভাগ জরুরীভিত্তিতে এই বাঁধ নির্মাণ করছে। এতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্ষা মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জের উজানে এবং ভাটিতে যমুনায় ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়। নদীগর্ভে বিলীন হয়ে যায় বাহুকা, শুভগাছার আড়াই শ’ ফুট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়াও দুই কিমি এলাকা জুড়ে বাঁধের বিভিন্ন অংশে ভাঙ্গন শুরু হয়েছে। পুরো বর্ষা মৌসুমে বন্যার পানিতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির কথা ভেবে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। যমুনাপারের অসময়ের ভাঙ্গনে জমি-জিরাত ও জনগণের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভাঙ্গনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাহুকা, শুভগাছায় বিকল্প রিংবাঁধ নির্মাণের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে আরও একটি রিংবাঁধ নির্মাণ করা হচ্ছে। দ্রুত বাঁধের কাজ শেষ করার জন্য প্রকল্প এলাকায় চারটি এক্সেভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়েছে। তাছাড়াও যমুনা নদীর তলদেশ থেকে ড্রেজিং করে অপসারিত মাটি বাঁধের কাজে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে দুটি ড্রেজিং মেশিনও কাজ শুরু করেছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ মে ॥ কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। প্রাথমিকভাবে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে এই কর্মসূচী চলবে। শনিবার দুপুরে আলফাডাঙ্গার গোপালপুর বাজারে রুদ্র কম্পিউটার সেন্টারে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, প্রতিটি ব্যাচে ২৫ শিক্ষর্থী বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন। বছরজুড়ে এই কর্মসূচী চলবে। কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও ফরিদপুর-১ আসনের তিন থানায় পাবলিক লাইব্রেরি করতে যাচ্ছে এই সংস্থাটি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ মে ॥ ভাঙ্গুড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)। উদ্বোধন শেষে কমপ্লেক্স ভবনের অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, পাবনা জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজজামান প্রমুখ।
×