ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণে গড়িমসি

প্রকাশিত: ০৪:৩১, ১৪ মে ২০১৭

কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণে গড়িমসি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ মে ॥ দুস্থ পরিবারের জন্য সরকারের দেয়া ভিজিডির চাল বিতরণ নিয়ে চলছে লেজে-গোবরে অবস্থা। খাদ্যগুদামে পড়ে আছে চার মাসের বরাদ্দের চাল। ২০১৭-২০১৮ এই দুই বছরের জন্য মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদানের সরকারী নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে উপজেলায় তিন হাজার ছয়শ’ ৮৯ দুস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া রয়েছে। বছরের জানুয়ারি মাস থেকে এ চাল বিতরণের নির্দেশনা রয়েছে। কিন্তু পাঁচ মাস গড়িয়ে যাচ্ছে কিন্তু দুস্থ পরিবারে সরকার প্রদত্ত খাদ্য সহায়তা মিলছে না। দু’একদিন হয় দু’একটি ইউনিয়নে জানু-ফেব্রুয়ারি মাসের চাল উত্তোলন শুরু করেছে। এছাড়া ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে এখন পর্যন্ত তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়নি। ফলে ওই দুই ইউনিয়নের ৫৯৫ পরিবার কবে নাগাদ এ খাদ্য সহায়তা পাবে তা এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি কেউ। কলাপাড়া উপজেলা মহিলা অধিদফতর সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নের তিন হাজার ছয় শ’ ৮৯ মহিলা দুস্থ পরিবার দুই বছরের জন্য ফি মাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পাওয়ার কথা। যা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে বিতরণের নির্দেশনা রয়েছে। কিন্তু তালিকা তৈরিতে গড়িমসি, তালিকায় নাম দেয়ার নামে অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম আর দুর্নীতির কারণে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সরকারী নির্দিষ্ট প্রজ্ঞাপন অনুসারে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচীর এ উদ্যোগ বাস্তবায়নে দায়সারা অবস্থা চলছে। একদিকে সরকারের মহতি উদ্যোগ বাস্তবায়ন ব্যাহত হচ্ছে, অপরদিকে দুস্থ মহিলা নির্ভরশীল পরিবারগুলো ভুগছে খাদ্য সঙ্কটে। খাদ্যগুদাম কর্মকর্তার দেয়া তথ্যমতে টিয়াখালী, মিঠাগঞ্জ, লালুয়া, চম্পাপুর ও ডালবুগঞ্জ এ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানগণ চার মাসের ভিজিডির চার মাসের চাল দু’একদিন আগে উত্তোলন করেছে। এছাড়া চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসের চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু বাকি মহিপুর, লতাচাপলী, ধানখালী, ধুলাসার ও বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যানগণ চার মাসের বরাদ্দের কোন চাল উত্তোলন করেননি। ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা, নিয়ন্ত্রণকারী মহিলা অধিদফতর, উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ সকলের সমন্বয়হীনতাও রয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাদ্য সহায়তার এ কর্মসূচীর বাস্তবায়নে।
×