ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বালুখালী রোহিঙ্গা বস্তি জঙ্গী আস্তানা

প্রকাশিত: ০৪:৩১, ১৪ মে ২০১৭

বালুখালী রোহিঙ্গা বস্তি জঙ্গী আস্তানা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ওরা সবাই রোহিঙ্গা যুবক। অবৈধ অস্ত্রও থাকে কয়েকজনের কোমরে। অন্তত ২০-২৫জন মিলে দল বেঁধে আসে প্রতি রাতে। জমায়েত হয় বালুখালী স্কুল পাহাড়ে। বিজিবিকে পাহারা দিয়ে তারা সীমান্ত এলাকায় যায়। বস্তিতে ফিরে আসে ভোররাতে। এদের কাজ কি? এলাকার লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তারা স্থানীয়দের বলে থাকে কোন সমস্যা নেই, তাদের নেতাকে পাহারা দিতে এসেছে। তবে তাদের নেতা কে? তা বলতে নারাজ সশস্ত্র এসব রোহিঙ্গা সন্ত্রাসীরা। এদিকে উখিয়ার বালুখালী সীমান্ত ও আশপাশের পাহাড়ী এলাকায় কয়েকদিন ধরে এভাবে অপরিচিত সশস্ত্র রোহিঙ্গাদের আনাগোনা এলাকায় আতঙ্ক দেখা দেয়া ছাড়াও ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। স্থানীয়রা জানিয়েছেন, বালুখালী বনাঞ্চলে অবৈধ রোহিঙ্গা বস্তি গড়ে উঠায় গত এক সপ্তাহ ধরে এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। তারা অস্ত্র নিয়ে রাতে ঘোরাফেরা করে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি স্থানীয় আবছার মেম্বারের ব্যক্তিগত কার্যালয় থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনটি অস্ত্র, গুলি ও কিরিচ উদ্ধার করেছে। তবে রহস্যজনক কারণে এখনও ওসব অস্ত্রের মালিককে খুঁজে পায়নি পুলিশ। উখিয়ার পালংখালী ও বালুখালী এলাকাকে এমনিতে সন্ত্রাসের জনপদ হিসেবে বিবেচনা করা হয়। বালুখালী রোহিঙ্গা বস্তিতে সশস্ত্র আরএসওর গোপন আস্তানা রয়েছে বলে জানা গেছে। আরাকান বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আলএ্যাকিন, আরএসও এবং নব্য জেএমবিসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের অস্ত্রধারীরা বালুখালী রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নিয়েছে বলে সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা ছাড়া অবৈধ বালুখালী রোহিঙ্গা বস্তিটি অন্যত্র সরিয়ে নিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার লোকজন। চারঘাটে জামায়াত নেতাসহ গ্রেফতার ২৩ ॥ জিহাদী বই উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জিহাদী বইপুস্তক ও মাদকদ্রব্য। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, কান্দীপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ আলী, একই এলাকার মাইনুল ইসলাম, রেন্টু, টাঙ্গন এলাকার শফিকুল ইসলাম, শমর আলী, শুকচান্দ আলী, তুকলেজুল, আজগর আলী, মকলেচ, ফয়েজ উদ্দিন, বিচ্ছাদ আলী, থানাপাড়া গ্রামের রুমন আলী, নাওদাড়া গ্রামের আলমগীর হোসেন, নুরে আলম, আস্করপুর এলাকার মানিক, মিয়াপুর এলাকার রফিকুল, পাবনার ঈশ্বরদীর বাবু, নাটোরের লালপুরের সাইফুল ইসলাম ও আব্দুলপুরের আব্দুর রহিম। এদের মধ্যে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদী বই-পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়েছে। জামালপুরে যুবক আটক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুরের মাদারগঞ্জে শনিবার ভোরে ২ শতাধিক পুলিশের এক অভিযানে জঙ্গী সন্দেহে মমিনুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে সে ছাত্রশিবিরের মাদারগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। কালিয়াকৈরে আটক ৮ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে শনিবার জঙ্গী, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে চিরুনি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫ শতাধিক সদস্য। এদিন জেলার কালিয়াকৈর থানা এলাকার ৩৩টি পয়েন্টে এ অভিযান একযোগে পরিচালিত হয়। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত একটানা এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হিরোইন ও গাঁজাসহ বেশকিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
×