ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হট্টগোলে বিএনপির কর্মী সম্মেলন পণ্ড

প্রকাশিত: ০৪:৩১, ১৪ মে ২০১৭

বগুড়ায় হট্টগোলে বিএনপির কর্মী সম্মেলন পণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কর্মীদের হট্টগোলের কারণে তালগোল পাকানোর অবস্থার মধ্যে শনিবার বগুড়ায় বিএনপির কর্মী সম্মেলন মাঝপথেই শেষ হয়েছে। নেতাকর্মীদের বক্তব্য দেয়ার সুযোগ না দিয়েই সম্মেলন শেষ হওয়ায় ক্ষোভ ও হট্টগোল সন্মেলন স্থল থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে প্রধান অতিথি বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বক্তব্য দীর্ঘায়িত না করে দ্রুত মঞ্চ থেকে নেমে আসেন। পরে তিনি বাইরে এসে দুটি জায়গায় থেমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শান্ত করার চেষ্টা করলেও হট্টগোলের কারণে তা আর শোনা যায়নি। এসময় তিনি শুধু ক্ষুব্ধ নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শান্ত করার চেষ্টা করেন।দলীয় সুত্র জানায়, মাঠ পর্যায়ে সাংগাঠনিক খোজঁ খবর নিতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএএনপি’র যুগ্মমহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবব উন নবী সোহেল বগুড়া সফরে আসেন। তার এই সাংগাঠনিক সফরে গাইবান্ধাও অর্ন্তভুক্ত রয়েছে বলে সুত্র জানায়। তার এই সফর উপলক্ষে বগুড়া জেলা বিএনপি শহরের নওয়াবাবড়ি সড়ক সংলগ্ন টিএমএসএস মার্কেট মিলনায়তনে কর্র্মী সম্মেলনের আয়োজন করে। তবে নেতাকর্মীদের উদ্দীপ্ত করতে কর্মী সন্মেলনের আয়োজন করা হলেও তা শুধু নেতাকর্মীদের মধ্যে হতাশাই তৈরি করে। ক্ষুব্ধ নেতা কর্মীদের অভিযোগ, এই মিলনায়তনের ধারণ ক্ষমতা মাত্র আড়াই শ’ হলেও জেলা বিএনপি নেতৃবৃন্দ কৌশলে দায়সারা ভাবে কর্মী সন্মেলন পাড়ি দিতে ভেন্যু হিসাবে সেটি নির্ধারণ করেন। তাদের অভিযোগ, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যেন কেন্দ্রীয় নেতার কাছে কোন অভিযোগ করতে না পারে এবং সাংগঠনিক বিশৃংখলা যাতে কেন্দ্রীয় নেতৃত্বের আড়ালে থাকে সেই প্রচেষ্টাতেই প্রচার ছাড়াই কর্মী সন্মেলনের আয়োজন করা হয়। লালমোহনে কিশোরীকে গণধর্ষণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ মে ॥ লালমোহন উপজেলায় এক কিশোরীকে (১৫) ৬-৭ জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনার পর ওই কিশোরীকে লুকিয়ে রাখা হলে তিনদিন পর খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেড়ির পাড় এলাকার কিশোরীকে একই ইউনিয়নের পেশকারহাট এলাকার কাঞ্চন বলির ছেলের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরনবী গত বুধবার বিকেল ৩টার দিকে ছোট ভাইসহ ঘুরতে নিয়ে যায়। সন্ধ্যার পর ফিরে এসে পেশকারহাট বাজারে ফিরে কিশোরীর ভাইকে বাজারে রেখে পূর্বপাশে বাগানে নিয়ে নূরনবীসহ আরও ৬-৭ জন মিলে কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে কিশোরীকে লুকিয়ে রাখে নুরনবীসহ তার সহযোগীরা। কারো কাছে যাতে অভিযোগ না করে সে জন্য তার ওপর চাপ সৃষ্টি করে। রূপগঞ্জে ১৪৪ ধারা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে আওয়ামী লীগের উভয় গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম ও নাওড়া এলাকায় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। এর আগে দিনভর এলাকায় উত্তেজনা ও আতঙ্কে সময় কাটে এলাকাবাসীর। পূর্বগ্রাম এলাকার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন প্রমুখ।
×