ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৪:৩০, ১৪ মে ২০১৭

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৩ মে ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে সদর উপজেলার বিনোদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১০ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজারের ফল ব্যবসায়ী শরবত মাদবর ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ শাকিদারের সমর্থক ভ্যানচালক রহমানের সাথে বাজারে মারামারি হয়। এ নিয়ে পরের দিন রাতে গয়াতলা বাজারে আওয়ামী লীগ ক্লাবে মীমাংসার জন্য বসে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও চেয়ার- টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ শাকিদারের সমর্থক ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ নেতা হুমায়ুন মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইউপি সদস্য হুময়ুন মেল্লার সমর্থক শাহ আলম মুন্সি, আবুদুর রাজ্জাক মুন্সি, বাচ্চু মুন্সি, কালু মুন্সি, মিজান মুন্সি, রাসেল মুন্সি ও বাবু মুন্সিসহ ১০ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলে সংঘর্ষ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, কমিটি গঠন নিয়ে যুব দলের ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রদল নেতা সাজিদসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তালশহর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন নিয়ে যুবদলের ২ গ্রুপের মধ্যে প্রথমে বাগবিত-া পরে দুপুরে সরকারী কলেজের সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দোকান ভাংচুরের শিকার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সজীব, হিমেল ও ওমরকে আটক করেছে। বজ্রপাতে মা-ছেলে নিহত সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ মে ॥ পানছড়ি উপজেলার শেষ সীমান্ত মারমা সংসদ এলাকায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে নাম্রাচাং মারমা (৪৩) ও তার ছেলে থৈয়ংপ্রু মারমা (২২)। তারা দু’জন সদর উপজেলার ভাইবোনছড়া ইউপির রিম্রাচাই কার্বারী পাড়ার নিয়ং মারমার স্ত্রী ও ছেলে। শনিবার বেলা ২টার দিকে তাদের রান্নাঘরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ছেলেকে রান্নাঘরে ভাত খেতে দিয়ে মা পাশে বসা অবস্থায় সজোরে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলে প্রাণ হারান।
×