ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ লাশ উদ্ধার

ব্যবসায়ীসহ তিন খুন

প্রকাশিত: ০৪:৩০, ১৪ মে ২০১৭

ব্যবসায়ীসহ তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ নড়াইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে ও হবিগঞ্জে গৃহবধূকে জবাই করে ও গাজীপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দিনাজপুরে নিরাপত্তা কর্মী, সাভারে দুই ও শেরপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটে নিখোঁজের দুদিন পর গবাদিপশু ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : নড়াইল ॥ সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে জিল্লুর শেখ (৪৫) নামে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে সদরের সিঙ্গিয়া কবরস্থান এলাকায় এ হত্যাকা-ের ঘটে। নিহত জিল্লুর শেখের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে। এ সময় জিল্লুর শেখের সঙ্গী তরিকুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়। আহত তরিকুল ইসলাম জানান, নড়াইল শহর থেকে কাজ শেষে শুক্রবার রাতে জিল্লুরসহ তারা তিনজন মোটরসাইকেলযোগে মাগুরা জেলার শালিখা উপজেলার গজনগর গ্রামের আজবাহারের বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে তাদের অপর সঙ্গী সাজ্জাদকে সিঙ্গিয়া গ্রামে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে তারা কোমখালীর উদ্দেশে রওনা হন। রাত আড়াইটার দিকে সিঙ্গিয়া কবরস্থান এলাকায় ওঁৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে তাদের বেপরোয়াভাবে কোপায়। এ ঘটনায় জিল্লুর নিহত এবং তরিকুল আহত হন। হবিগঞ্জ ॥ নবীগঞ্জের পল্লী টুনাকান্দিতে লন্ডন প্রবাসীর মেয়ে আমিনা বেগমকে (৩৫) গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাউশা ইউনিয়নের ওই গ্রামের লন্ডন প্রবাসী জরিফ উল্লাহর মেয়ে আমিনার স্বামী নাকি মানসিক রোগী। তাই আমিনা স্বামীর সঙ্গে না থেকে পার্শ্ববর্তী রুমেই থাকতেন। ওই রাতেও আমিনা তার কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু শনিবার ভোরে হাত-পা বেঁধে নাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর নৃশংসভাবে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। দিনাজপুর ॥ রেলওয়ের নিরাপত্তার কর্মীর লাশ শুক্রবার সন্ধ্যার পর দিনাজপুর শহরের মাতাসাগরের ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রেলওয়ের সহকারী প্রকৌশলী কার্যালয়ের নিরাপত্তাকর্মী ও ইসলামবাগ রেলওয়ে কলোনির মৃত আজিমুদ্দিনের ছেলে বাবুলের লাশ শুক্রবার সন্ধ্যার পর এলাকাবাসী মাতাসাগরের ধান ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত বাবুলের ভাই ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করা হয়। সাভার ॥ শনিবার দুপুরে আশুলিয়া থানাধীন পৃথক স্থান থেকে ২ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এর মধ্যে কলতাসূতি এলাকা থেকে ফাহিমা বেগম এবং গুমাইল এলাকা থেকে সুইটির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ ২টি উদ্ধার করা হয়। শেরপুর ॥ শ্রীবরদীতে রিক্তা পারভীন (২২) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার চিথলিয়া গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিক্তা পারভীন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আফছার আলীর মেয়ে। জানা যায়, শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের সুজন মিয়ার সঙ্গে তার স্ত্রী রিক্তা পারভীনের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রাতে রহস্যজনকভাবে তার বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিক্তা পারভীনের লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন। বাগেরহাট ॥ মোরেলগঞ্জে নান্না শেখ (২৫) নামে যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরের দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ নান্নার মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করল পুলিশ। গাজীপুর ॥ কাপাসিয়ায় বিয়ে মেনে নেয়ায় শনিবার বিকেলে এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ সময় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিহতের ছোট ছেলে গুরুতর আহত হয়েছে। নিহতের নাম আব্দুল কাদির (৭৫)। তার বাড়ি কাপাসিয়া উপজেলার বাঘিয়া মধ্যপাড়া গ্রামে। নিহতের জামাতা ইকবাল হোসেন ও আহত ছেলে জুয়েলসহ স্থানীয়রা জানান, বাঘিয়া মধ্যপাড়া গ্রামের সরকারী জমিতে সপরিবারে বাস করেন আব্দুল কাদির।
×