ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদার রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়নি ॥ ইনু

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মে ২০১৭

খালেদার রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়নি ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ মে ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০৩০-এ কি লেখা আছে আর কি নেই, সেটা বড় কথা নয়, একজন জঙ্গী, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের প্রধান পৃষ্ঠপোশক, সশস্ত্র জামায়াতের প্রধান মিত্র খালেদা জিয়ার কাছ থেকে কোন গণতান্ত্রিক সংস্কার বা অর্থনৈতিক সংস্কার অসম্ভব। বেগম জিয়া সুকৌশলে কার্যত যুদ্ধাপরাধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সশস্ত্র জামায়াতের সাথে জোটবেঁধে রাজনীতি করার বিষয়টি এখনও অব্যাহত রেখেছেন। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া অতীতেও সাম্প্রদায়িকতার চর্চা করেছেন, জঙ্গীবাদের লালন করেছেন। দুই পুত্রকে দিয়ে দুর্নীতিকে একটি শিল্পে পরিণত করেছেন। অতীতের দুষ্কর্ম সম্পর্কে উনার কোন কৈফিয়ত নেই, মাফও চাননি। সুতরাং বেগম জিয়ার রাজনৈতিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্রবিরোধী সাম্প্রদায়িক জঙ্গীবাদী সশস্ত্র জামায়াত শক্তির সঙ্গেই থাকবেন এবং পাকিস্তানপন্থী দেশবিরোধী রাজনীতি অনুসরণ করবেন। গণতন্ত্র বিষয়ে ভূমিকা রাখার কোন নৈতিক অবস্থান নেই তার। মতবিনিময়কালে কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৩ মে ॥ চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মাহাবুব হোসেন মেহেদি। এতে এলাকার তিন শ’ নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। এর আগে স্থানীয় হাটবোয়ালিয়া প্রাইভেট ক্লিনিক চত্বরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডাঃ মাহাবুব হোসেন মেহেদী। এছাড়াও স্বাগত বক্তব্য দেন ক্লিনিক মালিক জিনারুল ইসলাম বিশ্বাস। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ মে ॥ শনিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ১৮০ জিপিএ ৫ প্রাপ্তকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহরাব হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস। কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম কুমার ও নুসরাত আক্তার। পরে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২ হাজার টাকার প্রাইজবন্ড হিসেবে বৃত্তি দেয়া হয়।
×