ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্দির গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে আলটিমেটাম

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মে ২০১৭

মন্দির গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে আলটিমেটাম

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ মে ॥ সম্পত্তি দখল ও কালীমন্দির গুঁড়িয়ে দেয়া এবং পুলিশের নীরবতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটি স্থানীয় অতিথি কমিউনিটি সেন্টারে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে শতবর্ষের কালীমন্দিরের জায়গা দখল করেছে একই এলাকার মহসীন বাকলাই। শুক্রবার রাতে ৭-৮ সন্ত্রাসী কালীমন্দির গুঁড়িয়ে দিয়ে সেখানে কলা ও পেঁপের চারা রোপণ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় মন্দিরের প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। এই জায়গায় ভূমিদস্যু তৌহিদুল ইসলাম দুয়ারী পূর্বপরিকল্পনা অনুযায়ী তার বোনের জামাই মহসীন বাকলাই ও ৮-১০ সন্ত্রাসীকে ব্যবহার করে মন্দির চটে ফেলেছে। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার ভেতরে মন্দির নির্মাণ ও ভূমিদস্যুদের ২ দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার। আহত শ্রমিকদের চিকিৎসা প্রদান শুরু রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ মে ॥ সাভারে ধসেপড়া রানা প্লাজা ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনে আহত শ্রমিকের মাঝে চিকিৎসাসেবা দেয়া শুরু করেছে সরকার, শ্রমিক সংগঠন ও বিজিএমইএ। এর মধ্যে রানা প্লাজার প্রায় ৭৫০ ও তাজরীনের ১৭০ আহত শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান করা হবে। শনিবার দুপুরে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের ‘পিএইচএ’ ভবনে এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। মিকাইল শিপার বলেন, বর্তমান সরকার রানা প্লাজার আহত শ্রমিকদের চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি তাদের ক্ষতিপূরণও দিয়েছে। এছাড়া, রানা প্লাজা ধসের ঘটনা দেশের জন্য অনেক বড় ক্ষতি। রানা প্লাজা ধসের পরে দেশের পোশাক রফতানি খাতে ধস নেমে এসেছিল। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহাজান মিয়া, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট নাছির প্রমুখ উপস্থিত ছিলেন। সাত দফা দাবিতে ২১ মে থেকে ট্রাক শ্রমিক কর্মবিরতি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সড়ক ও মহাসড়কে কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি, ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে আগামী ২১ মে থেকে উত্তরবঙ্গে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিক আপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার দুপরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মান্নান আকন্দ। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় ট্রাক, ট্যাংকলরি, পিক আপের কাগজপত্র পরীক্ষার নামে পুলিশ সড়ক ও মহাসড়কে হয়রানি করছে। আবার বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানী করছে। সাত দফার মধ্যে চাঁদাবাজি-হয়রানি বন্ধ ছাড়াও মন্ত্রিসভার নতুন খসড়া আইন প্রত্যাহার, সহজশর্তে লাইসেন্স প্রদান ও ট্রাক ট্যাংকলরির কাভার্ডভ্যানের বাম্পার ও হুক খোলার সরকারী আদেশ প্রত্যাহারের দাবি রয়েছে। এ সময় ঐক্য পরিষদের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×