ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাসিক এলাকায় গাড়ির গতি ৩০ কিমি এর বেশি নয়

প্রকাশিত: ০৪:২৪, ১৪ মে ২০১৭

আবাসিক এলাকায় গাড়ির গতি ৩০ কিমি এর বেশি নয়

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনারোধে রাজধানীতে মোটরবাইকের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় এ র‌্যালির আয়োজন করা হয়। ‘জীবন বাঁচাও, গতি কমাও’ সেøাগানে এ র‌্যালির আয়োজন করা হয়। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র‌্যালি শুরু হয়, যা শেষ হয় বনানী রেলস্টেশনে। এতে রোড রাইডারস জেড (আরআরজেড) সংগঠনের ১০০টি বাইক অংশ নেয়। র‌্যালিতে সচেতনতামূলক ব্যানার, ফ্লাগ ও প্ল্যাকার্ডসহ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে আবাসিক এলাকায় ৩০ কিলোমিটারের বেশি গতি নয়, জীবন বাঁচাও, গতি কমাও ইত্যাদি সেøাগান থাকে। র‌্যালির উদ্বোধনীতে ব্র্যাকের পরিচালক নাজমুল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার ৩টির মধ্যে ১টি ঘটে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে। এ কারণেই আমরা সেøা ডাউন সেøাগানে র‌্যালি করছি। একইসঙ্গে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চালানোর প্রচার করছি। টানা ১৯ বছর পদোন্নতি পাননি বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বিশেষ প্রতিনিধি ॥ অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও টানা ১৯ বছর কোন পদোন্নতি পায়নি বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কর্মকর্তারা। এমনকি তাদের সিনিয়র স্কেলও প্রদান করা হচ্ছে না। কিছু নন ক্যাডার ও চিকিৎসক কর্মকর্তা বিভিন্ন মামলা দিয়ে পদোন্নতি আটকে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) কম্পোজিশন এ্যান্ড ক্যাডার রুলস্ ১৯৮৫ মোতাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ২৩০টি, সহকারী পরিচালকের ৮০টি, উপ-পরিচালকের ৭০টি, পরিচালকের ১২টি এবং মহাচরিচালকের একটি পদ রয়েছে। আশফাক জামান ‘ব্রিটিশ কুইন ইয়াং লিডারস’ কর্মসূচীর এ্যাডভাইজর মেন্টর নির্বাচিত ব্রিটিশ কুইন ইয়াং লিডারস কর্মসূচীর আওতায় আশফাক জামান, সিপিএ এ বছরের ‘এ্যাডভাইজর মেন্টর’ নির্বাচিত হয়েছেন। প্রতি বছর নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ নেতৃত্বের জন্য তরুণদের এ পুরস্কারে ভূষিত করা হয়। ব্রিটেনের রানী নিজে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। গত বছর কুইন ইয়াং লিডারস পুরস্কার পেয়েছিলেন ওসামা বিন নূর নামে এক বাংলাদেশী তরুণ। আশফাক জামানের অধীনে তিনি এখন মেন্টরশিপ গ্রহণ করবেন। -বিজ্ঞপ্তি
×