ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্জ্য ব্যবস্থাপনায় একযোগে কাজ করবে সুইডেন

প্রকাশিত: ০৪:২৪, ১৪ মে ২০১৭

বর্জ্য ব্যবস্থাপনায় একযোগে কাজ করবে সুইডেন

স্টাফ রিপোর্টার ॥ নবায়ণযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন। সরকার অনেক দিন থেকেই শহুরে বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে দেশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানা কর্মসূচী গ্রহণ করার কাজ শুরু হলেও সফল হয়নি। বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদনে কয়েক দফা প্রকল্প গ্রহণ করলেও শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছে। এ ক্ষেত্রে উন্নত দেশের বর্জ্য ব্যবস্থাপনার মডেল অনুসরণের চিন্তা করা হচ্ছে। সম্প্রতি বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে একটি কমিটি এ জন্য সুইডেন সফর করছেন। একজন সিটি মেয়রসহ এই সফরে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা রয়েছেন। নয় সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানিমন্ত্রী ইব্রাহিম বেল্যানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মংলা-ঘষিয়াখালী নৌপথ খননে অনিয়ম বন্ধের দাবি স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে বিকল্প নৌপথ ‘মংলা-ঘষিয়াখালী’ খননে অনিয়ম, দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ অপচয় করার অভিযোগ এনেছে বেসরকারী পাঁচটি নাগরিক সংগঠন। সংগঠনের নেতারা বলছেন, যে কোন মূল্যে অর্থের অপচয় বন্ধ করতে হবে। শনিবার এক যৌথ বিবৃতিতে পরিবেশ ও নাগরিক অধিকার সংরক্ষণবিষয়ক পাঁচটি সংগঠনের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে এই নৌপথ সংলগ্ন এলাকায় দুটি ‘কৃত্রিম জোয়ারাধার’ নির্মাণ ও কথিত ৮৩টি খাল খননের নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাত শতাধিক কোটি টাকার প্রশ্নবিদ্ধ প্রকল্প সংশোধনের দাবিও জানিয়েছেন তাঁরা।
×