ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের পর জাপার নির্বাচনী ইশতেহার

সম্মিলিত জাতীয় জোটের লিয়াঁজো কমিটির নাম ঘোষণা

প্রকাশিত: ০৪:২৩, ১৪ মে ২০১৭

সম্মিলিত জাতীয় জোটের লিয়াঁজো কমিটির নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এই জোটের প্রথম সভা আগামী ১৫ মে সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জোটের প্রধান মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। লিয়াজোঁ কমিটিতে যারা আছেন তারা হলেন ঃ জাতীয় পার্টি থেকে- কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, আলহাজ সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর খালেদ আখতার (অব)। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে-মাওলানা এম.এ. মতিন, মাওলানা স.উ.ম. আব্দুস সামাদ, অধ্যাপক এম.এ. মোমেন, মাওঃ আ.ন.ম. মাসউদ হোসাইন আল ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন। জাতীয় ইসলামি মহাজোট থেকে- আলহাজ আবু নাছের ওহেদ ফারুক, হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, ক্বারী মাওলানা আসাদুজ্জামান, মুফ্তি মহিবুল্লাহ, বঙ্গদ্বীপ এম.এ. ভাসানী। বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)- এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ আখতার হোসেন এবং এ.আর.এম. জাফর বিল্লাহ চৌধুরী। উল্লেখ্য গত রবিবার জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৫৯টি দলের সমন্বয়ে বর্তমানে দেশে সর্ববৃহত রাজনৈতিক জোট গঠন করেছেন। বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এ জোটের যাত্রা শুরু। অর্থাৎ আগামীতে জোটবন্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল জাপা। যদিও এর আগে বেশ কয়েকবার জোটবদ্ধ রাজনীতি করার চেষ্টা করে বারবার মত পাল্টানো নেতা এরশাদ। এতে কাজ হয়নি। কিছু দিনের মধ্যেই তার রাজনৈতিক জোট ভেঙ্গে যায়। এবারের নতুন জোটের ভবিষ্যত কি এ নিয়ে সন্দিহান খোদ দলের নেতাকর্মীদের অনেকে। বৃহত এই রাজনৈতিক জোটের মধ্যে জাতীয় পার্টি ছাড়া সবগুলোই নাম সর্বস্ব দল। অর্থাৎ বেশিরভাগই পেড সর্বস্ব। সব মিলিয়ে মাত্র দুটি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে। ঈদের পর জাপার নির্বাচনী ইশেতেহার : বাবলা জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ঈদের পর জাতীয় পার্টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এবারে জাপার ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়া নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন সেসব বিষয় মাথায় রেখেই ইশতেহার প্রণয়নের কাজ চলছে। শনিবার নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলীর বিভিন্ন মন্দির ও হিন্দু ধর্মীয় সংগঠনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানকালে বাবলা একথা বলেন। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগরে গণসংযোগ সম্পাদক ডি.কে সমির, গোপাল দাশ, চিত্তরঞ্জন কর, নন্দন দাশ, সুনীল দাশ, ইন্দ্রজিৎ দাশ, নির্মল খাসখেল, কিশোর দাশ, অজয় সরকার টিটু, বিমল ডোম সহস্থানীয় হিন্দু নেতৃবৃন্দ।
×