ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউসিবির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৪:২১, ১৪ মে ২০১৭

ইউসিবির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান নির্বাচিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি ৩৪তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুকমীলা জামান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক, ইউনুসকো গ্রুপের চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ। এছাড়া, ইসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। পাটের মোড়ক ব্যবহারে সোমবার থেকে বিশেষ অভিযান শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান। গত ৮ মে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিসহ এ অভিযান সফল করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গেও আন্তঃমন্ত্রণালয় সভা এবং পাটজাতপণ্য প্রদর্শনী অব্যাহত রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়ায় দেশ-বিদেশে পাটের ব্যবহার ক্রমেই বাড়ছে। সোনালী আঁশ পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ১৭টি পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক-পলিথিন ব্যবহার ও উৎপাদন বন্ধে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। পাটের ব্যাগের পক্ষে এবং পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এ নির্ধারিত ১৭টি পণ্য যেমন ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার এ আইন বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সব ধরনের সড়কপথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানে এ বিশেষ অভিযান পরিচালনা করবে। স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাবের সহায়তায় এ অভিযান পরিচালিত হবে এবং নিয়মিতভাবে এ অভিযান চলতে থাকবে বলে কর্তৃপক্ষ জানায়।
×