ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কের বড় কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২১, ১৪ মে ২০১৭

তুরস্কের বড় কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য তুরস্কের বৃহৎ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী। শুক্রবার আঙ্কারায় তুরস্কের কোম্পানি আইগ্যাজ, পাওয়ার চায়না, টার্ক এক্সিম ব্যাংক এবং গেজবে অর্গানাইজেশনাল ইন্ডাস্ট্রিয়াল জোন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন তিনি। বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, ইস্তানবুলে বাংলাদেশের প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও পাওয়ার চায়নার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, তুরস্কের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ও ইস্তানবুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ মাসের প্রথমে সপ্তাহব্যাপী সফলভাবে বিনিয়োগ ও বাণিজ্য সেমিনারের আয়োজন করে। এর ধারাবাহিকতায় বেজা চেয়ারম্যান তুরস্ক সফর করেন। ইস্তানবুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম পবন চৌধুরীকে সহায়তা করেন। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবন চৌধুরীর সঙ্গে গেজবে জোন কর্তৃপক্ষ প্রধান নীল সনমেজের দীর্ঘ আলোচনার পর দুপক্ষ সহযোগিতা সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে একে অপরকে তথ্য আদান-প্রদান এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। বেজা চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে আইগ্যাজের উর্ধতন কর্মকর্তারা জানান, তারা বাংলাদেশে এলপিজি খাতে বিনিয়োগ করতে আগ্রহী এবং এ বিষয়ে কী কী সুযোগ আছে তা জানতে চান। ‘পাওয়ার চায়না’ সৌরবিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহী এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কিভাবে সৌরবিদ্যুত ব্যবহার করা যায় সেটি নিয়ে আলোচনা করেন।
×