ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাংক কোম্পানি আইন সংশোধন হচ্ছে

গুটিকয়েক পরিবারের হাতে ব্যাংকিং খাত জিম্মি হয়ে পড়বে

প্রকাশিত: ০৪:২১, ১৪ মে ২০১৭

গুটিকয়েক পরিবারের হাতে ব্যাংকিং খাত জিম্মি হয়ে পড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক কোম্পানি আইনের সংস্কারে পরিচালকদের মেয়াদ ও সংখ্যা বাড়ানো, সুশাসনের পরিপন্থী বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক ডেপুটি গবর্নর খোন্দকার ইব্রাহীম খালেদের মতে, এ পরিবর্তন গুটিকয়েক পরিবারের হাতে ব্যাংকিং খাত জিম্মি করে ফেলার শামিল। আর সাবেক গবর্নর ড. ফরাসউদ্দিন মনে করেন, ব্যাংক খাতে সুশাসন বজায় রাখতে হলে পরিচালকদের সংখ্যা পরিবর্তন নয়, প্রয়োজন ব্যাংকিং কমিশন। বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকার পরও গত সোমবার মন্ত্রিসভা বেঠকে পাস হয় সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ২০১৭-এর খসড়া। এতে ব্যাংক পরিচালকদের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে পরপর তিন মেয়াদে নয় বছর করা হয়। আর একই পরিবার থেকে দুজন পরিচালক থেকে সংখ্যা বাড়িয়ে করা হয়েছে চারজনে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ব্যাংকের মোট আমানতের মধ্যে মাত্র আড়াই শতাংশের যোগান দিচ্ছেন উদ্যোক্তা-পরিচালকরা, যা মোট আমানতের তুলনায় অতিনগণ্য। সাবেক ডেপুটি গবর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ মনে করেন, এ সংশোধনীর মাধমে গুটিকয়েক পরিবারের হাতে গোটা আমানতকারীদের জিম্মি করে ফেলা হয়েছে। তবে নয় বছর সময় দেয়ার বিষয়টিকে সমস্যা হিসেবে দেখলেও পরিচালকের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নমত সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের। তিনি মনে করেন, ব্যাংক খাতে সুশাসন বাড়াতে পরিচালকদের সংখ্যার চেয়ে বেশি প্রয়োজন ব্যাংকিং কমিশন। তা কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংকের আরও বেশি নজরদারি বাড়ানোর পরামর্শ এই দুই বিশ্লেষকের। ইস্টল্যান্ডের ইপিএস বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৫ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৩৬ পয়সা।
×