ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমানুয়েল ম্যাক্রোঁর সামনে প্রধান পাঁচ অগ্রাধিকার

প্রকাশিত: ০৪:১৭, ১৪ মে ২০১৭

ইমানুয়েল ম্যাক্রোঁর সামনে প্রধান পাঁচ অগ্রাধিকার

মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে ন্যাশনাল ফ্রন্টে উগ্র ডানপন্থী নেতা মেরিন লি পেনকে হারিয়ে জয়ী হন ম্যাক্রন। তিনি ইউরোপপন্থী হিসেবে পরিচিত। এছাড়া তার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অবৈধ অভিবাসন বন্ধ করা। ইইউর সঙ্গে সম্পর্ক জোরদার ॥ ম্যাক্রোঁর অন্যতম প্রতিশ্রুতি ছিল ইইউর সঙ্গে সম্পর্ক জোরদার করা। তিনি এমন এক সময় দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব নিচ্ছেন যখন অনেকেই ইউরোপের সঙ্গে সম্পর্ক শিথিল করা বা ইউনিয়ন থেকে বেরিয়ে আসার কথা বলছে। ব্রেক্সিট প্রক্রিয়া তত্ত্বাবধান ॥ ব্রেক্সিট বা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটি ম্যাক্রোঁনের শাসনামলেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় ইইউর সঙ্গে ব্রিটেনের যেসব চুক্তি হবে তাতে সব পক্ষের স্বার্থ যেন রক্ষা পায় সেটি নিশ্চিত করার কাজটি তাকেই তত্ত্বাবধান করতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা ॥ ম্যাক্রোঁ ফ্রান্সের দায়িত্ব এমন এক সময় নিচ্ছেন যখন ফ্রান্সের অর্থনীতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বেকারত্বের হার উর্ধমুখী। সরকারী ব্যবসা কমিয়ে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। যার মধ্যে রয়েছে ৬ হাজার কোটি ডলার ইউরো বাজেট ঘাটতি মোচন করা এবং জাতীয় ব্যয় ঘাটতি জিডিপির ৩ শতাংশের মধ্যে ধরা রাখা। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা ॥ অভিবাসন এখন ইউরোপের রাজনীতির অন্যতম ইস্যু। অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ৫ হাজার সদস্যের একটি শক্তিশালী নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে চান ম্যাক্রোঁ। তিনি চান নাগরিকত্ব পেতে ইচ্ছুক অভিবাসীদের ফরাসী ভাষায় ভাল দখল থাকাকে শর্ত করতে। সম্প্রতি দেশটিতে কয়েকটি সন্ত্রাসী হামলার পর পুলিশ বাহিনীর জনবল বাড়ানোকেও একটি অগ্রাধিকার হিসেবে নিয়েছেন ম্যাক্রন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের সমর্থন ॥ অন্যসব অগ্রাধিকারের মধ্যে এটি হবে ম্যাক্রনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। কারণ যে কোন কর্মসূচী বাস্তবায়নের আগে ম্যাক্রোঁকে পার্লামেন্টের সমর্থন নিশ্চিত করতে হবে। ম্যাক্রোঁর দল এন মার্চ গঠিত হয়েছে মাত্র এক বছর আগে। পার্লামেন্টে দলটির কোন আসনই নেই। -এএফপি
×