ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন আজ

নিজের নতুন দল নিয়ে এগোচ্ছেন ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৪:১৭, ১৪ মে ২০১৭

নিজের নতুন দল নিয়ে এগোচ্ছেন ম্যাক্রোঁ

ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথমে বামধারা ছেড়ে নিজস্ব ধারার আন্দোলন গড়ে তোলেন। এ দৃষ্টিভঙ্গি থেকে তিনি এখন গড়ে তুলেছেন নতুন দল রিপাবলিক অন দি মুভ। ম্যাক্রোঁ চলতি মাসের ৭ তারিখ ফরাসী নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণে মারিন লিপেনকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ রবিবার তিনি বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করছেন। খবর সিবিসি অনলাইনের। ফ্রান্সে ক্ষমতার মঞ্চে ম্যাক্রোঁর উত্থান অনেককে বিস্মিত করেছে। তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। যে দুটি দল দীর্ঘদিন ফ্রান্স শাসন করেছে তাদের পেছনে ফেলে আকস্মিকভাবে তিনি উঠে এসেছেন। তার দৃষ্টি এবার পার্লামেন্টে নিজের একটি দৃঢ় অবস্থান তৈরি করা। এ উদ্দেশে এখন তিনি নিজের একটি দল গড়ার চেষ্টা করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তিনি ভালই সাড়া পেয়েছেন। আগামী মাসে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হবে। ধারণা করা হচ্ছে ম্যাক্রোঁ যদি তার মতো করে একটি রাজনৈতিক দল গঠন করেন তবে দেশটির রাজনীতির খোলনলচে বদলে যেতে পারে। ৫৭৭ আসন বিশিষ্ট ফরাসী পার্লামেন্টের ৪২৮টি আসনে প্রার্থী দিয়েছে রিপাবলিক অন দি মুভ পার্টি। এ দলে ডান ও বামসহ বিভিন্ন দল মতের মানুষের সমম্বয় ঘটেছে। ম্যক্রো এক সময় সোশালিস্ট পার্টি করলেও তিনি কখনও পার্লামেন্ট সদস্য ছিলেন না। দলে বিভিন্ন শ্রেণী পেশা ও মতের মানুষের সম্মেলন ঘটলেও দেশকে অর্থনৈতিক অচলাবস্থা ও সামাজিক নিরাপত্তাহীনতা দূর করার মতো অভিন্ন লক্ষ্যে তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। নতুন এ দলের একটি বৈশিষ্ট্য হলো এত পুরুষের প্রায় সমান সংখ্যক নারী সদস্য রয়েছেন। বিদায়ী পার্লামেন্টে সোশালিস্ট পার্টির নারী সদস্য ছিল মাত্র ২৪ জন বা পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার মাত্র পাঁচ শতাংশ। আরেকটি দিক হলো নতুন এই দলের সদস্যরা অপেক্ষাকৃত নবীন, সবার বয়সের গড় ৪৬ বছর। বিদায়ী পার্লামেন্টে সোশালিস্ট দলের সদস্যদের বয়সের গড় ৬০। ‘আমাদের প্রার্থীরা রাজনীতির একদম কেন্দ্রস্থলে জনতার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে’ দলের সেক্রেটারি জেনারেল রিচার্ড ফারান্ড একথা বলেছেন। এ দলের পার্লামেন্ট পদপ্রার্থীর মধ্যে আছেন পুলিশের চৌকস বাহিনী রেইডের সাবেক প্রধান জ্যঁ মিশেল ফাভারগু। ২০১৫ সালের ১৩ নবেম্বর প্যারিসের কয়েক জায়গায় একযোগে হামলার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দেন ফাভারগু। ওই ঘটনার পর পরিচালিত অভিযানে নিহত হন সন্দেহভাজন হামলাকারী আবদেল হামিদ আবাউদ। আরেকজন প্রার্থী হতে পারেন, ওই হামলার নিহতদের একজনের বোন ক্লেয়ার তাসাদিদ। সম্ভাব্য প্রার্থীদের পার্টি ওয়েবসাইটে সাইন আপ করে যার যার জীবন বৃত্তান্ত আপলোড করার নির্দেশ দেয়া হয়েছে।
×