ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিশন-২০৩০ ঘোষণার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:৩১, ১৩ মে ২০১৭

ভিশন-২০৩০ ঘোষণার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ মে ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার উচিত ছিল ভিশন ২০৩০ ঘোষণা করার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া। খালেদা জিয়াকে কেউ বিশ্বাস করে না। ২০০১ সালে ক্ষমতায় আসার পর মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সে কথা মানুষ ভোলেনি। মন্ত্রী বলেন, বর্তমানে চিনিসহ অন্যান্য পণ্যের যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে বেশি মজুদ রয়েছে। সুতরাং সঙ্কট হওয়ার কোন কারণ নেই। আসন্ন রমজানকে সামনে রেখে কাউকে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে দেয়া হবে না। শুক্রবার রাত সাড়ে ৯টায় ভোলা চেম্বার আব কমার্স আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু। রমজানে বাজার দরের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে তিনি আশ্বাস দেন। চিনির দাম ৩০ টাকার বেশি হয়নি। আমি শিল্পমন্ত্রী থাকতে লাল চিনি এনে এখানে রিফাইন করতে দেইনি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে এটা নিয়ন্ত্রণ করতে পারেনি। সুগার কর্পোরেশন এর মজুদ বন্ধ করে দিয়ে কিছু ব্যবসায়ীর হাতে চিনির ব্যবসা তুলে দেয়া হয়।
×