ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত বাংলাদেশ- আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

প্রকাশিত: ০৮:০২, ১৩ মে ২০১৭

পরিত্যক্ত বাংলাদেশ- আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টিরই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার বাংলাদেশের ইনিংসের ৩১.১ ওভার খেলা হওয়ার পর লাগামহীন বৃষ্টি শুরু হয়। এরপর তিন ঘণ্টার বেশি অপেক্ষার পর বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে আম্পায়াররা ম্যাচটি বাতিল করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলের ভা-ারেই জমা পড়েছে ২ পয়েন্ট করে। সিরিজের অপর দেশ নিউজিল্যান্ড। ডাবলিনের মালাহাইডের বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠে তখনই শুরু হয় বৃষ্টির হানা। বাংলাদেশের ইনিংসের ৩১.১ ওভারের সময় বৃষ্টি নামে। তখন টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৭ রান। তামিম ইকবাল ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত এই স্কোরেই ম্যাচ শেষ হয়। টসের পরও বৃষ্টি নেমেছিল। তখন নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর খেলা শুরু হয়। এর আগে ডাবলিনের মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখে টস জিতে ফিল্ডিং বেছে নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। স্বাগতিকদের পেস তোপ আর বাজে শটের মিশেলে দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সবুজ উইকেটে দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদে সেই বিপদ কাটিয়ে উঠে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন। দলীয় সংগ্রহকে দেড়শর ওপর টেনে নিয়ে ফিফটি তুলে নেন তামিম, আর অপেক্ষায় ছিলেন মাহমুদুল্লাহ। ব্যাটিংয়ে নেমে গুছিয়ে ওঠার আগেই ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফেরেন। সাত বলে এক চারে ৫ রানে ফেরেন সৌম্য। বাজে শটে উইকেট বিলিয়েছেন সাব্বির রহমান। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক করা ডানহাতি ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। চেইসের বলে পাগলাটে শট খেলে বাতাসে বল ভাসিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন টিম মারটাগের হাতে। তামিমের সঙ্গে প্রতিরোধ জমে ওঠার আগে দ্রুতই মুশফিক রহীম সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে টাইগারদের। মুশফিক ব্যক্তিগত ১৩ রানে ম্যাকার্থির বলে অযথা খোঁচা মেরে সিøপে ক্যাচ দেন উইলসনকে। আরেকটি বাজে শটে মুশফিককে অনুসরণ করে এই ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান সেই বিপদ আরও বাড়িয়ে দেন। দুই চারে ১৬ বলে ১৪ করে থামেন বিশ্বসেরা অলরাউন্ডার। তামিমের সঙ্গে জুটিটা যেই না জমে উঠছে, তখনই অফস্টাম্পের বাইরের বলে চড়াও হয়ে দায়িত্বহীনতার পরিচয় দেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বে দেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব। এরপর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। অবশ্য মাঝখানে কখনও সহ-অধিনায়ক আবার কখনও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ৪৯টি ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। গতকাল আইরিশদের বিরুদ্ধে মাশরাফির অনুপস্থিতিতে টস করতে নামেন সাকিব। এতেই নতুন একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে ৫০টি ম্যাচে অধিনায়কত্ব করার কৃতিত্ব দেখিয়েছেন তারকা এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের পিটার চেইস ৩৩ রানে ৩ উইকেট লাভ করেন।
×