ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিশন-২০৩০ গালভরা বুলিতে জঙ্গীবাদকে আড়াল করার অপপ্রয়াস ॥ জাসদ

প্রকাশিত: ০৭:৪৬, ১৩ মে ২০১৭

ভিশন-২০৩০ গালভরা বুলিতে জঙ্গীবাদকে আড়াল করার অপপ্রয়াস ॥ জাসদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভিশন-২০৩০ গালভরা বুলি দিয়ে জঙ্গীবাদকে আড়াল করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয় বলে মনে করে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক জাসদ। দলটি মনে করে, খালেদা জিয়া তার আমলে হাওয়া ভবনকেন্দ্রিক দুর্নীতির জন্য ক্ষমা না চেয়ে দুর্নীতির বিরুদ্ধে গালভরা বুড়ি আওড়েছেন। শুক্রবার জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আরও বলেন, খালেদা জিয়া তার ২৫৬ দফার ভিশন-২০৩০ এর কোথাও জঙ্গীবাদের রাজনৈতিক আদর্শ-দর্শন নিয়ে একটা কথাও না বলে জঙ্গীবাদকে নিছক বেকার সমস্যা হিসেবে চিহ্নিত করে জঙ্গীবাদের বিপদকে আড়াল করেছেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একটি শব্দও খরচ করেননি। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভার সদস্য বানানোর জন্য ক্ষমা না চেয়ে মুক্তিযুদ্ধের সম্মান দেয়ার যে কথা বলেছেন, তা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না। জাসদ নেতৃদ্বয় আরও বলেন, সুশাসন ও আইনের শাসনের কথা বলার আগে খালেদা জিয়ার উচিত ছিল ওনার আমলের দুঃশাসন-অপশাসনের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। উচিত ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার তারা কেন বন্ধ করে রেখেছিলেন তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। তারা বলেন, ভিশন-২০৩০-এ খালেদা জিয়ার নির্বাচনকালীন সহায়ক সরকার, নিরপেক্ষ সরকার, সংসদের উচ্চকক্ষ, ন্যায়পাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইত্যাদি বুলি আওড়ালেও এসবের কোন ব্যাখ্যা তিনি না দিয়ে সংবিধান কাটা ছেড়ার ইশারা দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক পথে দেশকে ঠেলে দেয়ার জন্য জলঘোলা করার অপপ্রয়াস পেয়েছেন। আর খালেদা জিয়া যে জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করবেন তার কোন ঘোষণাই ভিশন-২০৩০ তে নেই। সুতরাং তার ভিশন-২০৩০ নামে বড় বড় বুলিতে দেশবাসী এতটুকু বিভ্রান্ত হবে না।
×