ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট নির্বাচন নীল দল ভেঙ্গে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

প্রকাশিত: ০৭:৩৫, ১৩ মে ২০১৭

ঢাবি সিনেট নির্বাচন নীল দল ভেঙ্গে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী ২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল ভেঙ্গে স্বতন্ত্র প্যানেলের আবির্ভাব ঘটেছে। উভয় প্যানেল চূড়ান্তভাবে প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনার বরাবর তা জমা দিয়েছে। নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীনের নেতৃত্বে ঘোষিত প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র এ প্যানেল ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষিত নীল দলের প্রার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেটাই আসল ও চূড়ান্ত প্যানেল। এর বাইরে কেউ নীল দলের নামে প্যানেল দিলে সেটার সঙ্গে নীল দলের কোন সম্পর্ক নেই। এদিকে নীল দলের আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ বলে দাবি করেন স্বতন্ত্র প্যানেলের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তিনি আহ্বায়ক কমিটির ঘোষিত মনোনয়ন প্যানেলে কয়েকজন শিক্ষকের পূর্বে বিএনপি-জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ করেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের মনোনয়ন প্যানেলও ঘোষিত হয়েছে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোঃ আখতার হোসেন খানের নেতৃত্বে ৩৫ সদস্যবিশিষ্ট এ মনোনয়ন গত বৃহস্পতিবার জমা দেয়া হয়।
×