ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনৈতিক দলগুলো রাজি হলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহার করতে চায় ইসি

প্রকাশিত: ০৭:৩৩, ১৩ মে ২০১৭

রাজনৈতিক দলগুলো রাজি হলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহার করতে চায় ইসি

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলো রাজি থাকলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। তবে তার আগে নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহারের জন্য গ্রহণযোগ্য করতে চায় তারা। রাজনৈতিক দলসহ সবার কাছেই বিশ্বাস যোগ্যতা পেলেই কেবল নির্বাচনে ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার নির্বাচনে ইভিএম ব্যবহারে কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করতে বৈঠকে বসে নির্বাচন কশিমন। বৈঠক শেষে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এ্যান্ড ডেমোক্র্যাসির (আরএফইডি) এক মতবিনিময় অনুষ্ঠানে সিইসি কেএম নুরুল হুদা বলেন, রাজনৈতিক দল ও সরকার চাইলে একাদশ সংসদ নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা সম্ভব। প্রযুক্তিটি সবার কাছে আগে গ্রহণযোগ্য হতে হবে। এখনও প্রাথমিক পর্যায়ে ইভিএম নিয়ে ভাবনা চলছে। পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর রাজনৈতিক দলসহ সবার কাছে বিশ্বাসযোগ্যতা পেলেই ইভিএম ব্যবহার করা যাবে উল্লেখ করেন। তবে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে ইভিএম ব্যবহার করার সুযোগ নেই। ছোট ছোট নির্বাচনে পরীক্ষা করতে হবে ব্যবহার করা যাবে কিনা। তার আগে রাজনৈতিক দলগুলো এটা চায় কিনা জানতে হবে। আমরা কারও ওপর এটা চাপিয়ে দিতে চাই না। প্রযুক্তিটির বিষয়ে বিশ্বাসযোগ্যতা আনতে সবার সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দলগুলোর সম্মতি পেলে এবং সরকার চাইলে আগামী সংসদেও ইভিএম ব্যবহার সম্ভব। এ জন্য বড় ধরনের প্রস্তুতি নিতে হবে।
×