ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ মে ২০১৭

কবিতা

ভালবাসি আম্মুকে ফাতেমা জান্নাত আম্মু আমার অনেক ভাল করেন কতো মায়া হোক যতোই কষ্ট তবু দেন ছড়িয়ে ছায়া। ভালোবাসি আম্মুকে, তার সাথে নেই তুলনা কারো মাসি, পিসি, দাদু-খালা থাক না যতোই আরো! আদর্শ উচ্চ বিদ্যালয়, সিলেট মা নিকুঞ্জ কল্লোল রায় মা আমার জন্মদাতা মা আমার প্রাণ, মাকে ছাড়া অচল এই আমার প্রাণ। মাকে ছাড়া থাকতে, পারবে না আমার প্রাণ। সে জন্য মায়ের আঁচল ধরে থাকি, মা আমি তোমাকে খুব ভালবাসি। কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল শ্রেণী-২য় রোল-২, বয়স-৮ মায়ের হাসি আ.ফ.ম. মোদাচ্ছের আলী যেই হাসিতে আমার সকল দুঃখ ঘুচে যায় যেই হাসিতে ভালোবাসা সব মানুষই পায়। যেই হাসিতে জাগে হৃদয় লক্ষ তারার বাতি যেই হাসিতে সুখ আমাদের সকাল সন্ধ্যা রাতি। সেই হাসিটি তোমার মাগো সকল আশার আলো জীবনজুড়ে তোমায় আমি যাবো বেসে ভাল। মমতার আঁচল ফারহানা মোবিন মা, তুমি মমতার আচল আমার দু’চোখের আশা আমার পথচলা তুমি, আমার ভালোবাসা। তোমার আঁচলজুড়ে আমার পৃথিবী, তোমার চোখে দেখি, সফলতার ছবি। তোমার বকা, রাগ, অভিমান, আমার পথের পুঁজি, সুখ দুঃখে মাগো, তোমায় আমি খুঁজি। মাগো, হতে চাই তোমার যোগ্য সন্তান, ভাল মানুষ হয়ে, রাখবো তোমার মান। মায়ের কথা লেখি আলমগীর কবির ফুল বাগানে টুকটুকে লাল গোলাপ হয়ে ফুটি, ইচ্ছে করে দস্যি দলে আম কুড়াতে ছুটি। বুকের মাঝে খেলা করে স্বপ্ন নামের পাখি, ইচ্ছে করে সাতটি রঙে আমার আকাশ আঁকি। সকাল বিকেল সবুজ বনে শিস দোয়েলের শুনি, ছন্দ রঙে মনের পাতায় ছড়ার বাসা বুনি। বাড়ির পাশে সবুজ মাঠে ধানের দোলা দেখি, একটি ছড়ায় গাঁয়ের কথা মায়ের কথা লেখি।
×