ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল কেজি ওয়ান

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ মে ২০১৭

সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল কেজি ওয়ান

সবচেয়ে আপন শতাব্দী রায় সবচেয়ে আনন্দের খবরটি শুনে যেমন সবার আগে ছুটে যাই মার কাছে, তেমনি খুব কষ্টে মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে মা শব্দটিই। কারণ পৃথিবীর আলো দেখার আগেই যার সঙ্গে আমাদের সম্পর্ক, যাকে প্রথম চিনতে শেখা, যার ভাষায় কথা বলতে শেখা- সেই মা-ই তো আমাদের সঙ্গে জড়িয়ে আছে প্রতি মুহূর্তে। যার জন্য বরাদ্দ মনের সবটুকু ভালবাসা, তাকেই ভালবাসার কথাটা আর বলা হয়ে ওঠে না। এজন্যই আমরা অপেক্ষা করি মা দিবসের, কারণ প্রতি মুহূর্তে জমানো ভালবাসাগুলো উজাড় করে দেয়ার জন্য এটা দারুণ একটা উপলক্ষ। প্রতি বছরই তাই মা দিবস নিয়ে পরিকল্পনার শেষ থাকে না। ভাবি, মাকে একদম চমকে দেব! তবে এবার সারপ্রাইজ নয়, খোলাখুলিই দিচ্ছি মার উপহার : মা, আমি যদি আজ পর্যন্ত ভাল কিছু করে থাকি তবে তা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। যখনই কোন ব্যর্থতা এসেছে, সবাই বলেছে আমাকে দিয়ে নাকি ওই কাজ হবে না, তখন তুমিই বলেছ, ‘একমাত্র তুই-ই পারবি’। আমি কিন্তু তা পেরেছি মা! মা দিবসে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা যা চাইবে, সব আমি করতে পারব, শুধু তুমি এভাবেই আমার সঙ্গে থেকো।’ মা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সেই সব মায়েদের, যারা তাদের সন্তানের শক্তি, যাদের সব স্বপ্ন তাদের সন্তানকে ঘিরে। মায়ের কাছে সন্তানের স্বপ্নগুলো সবচেয়ে আপন। জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণী, শাখা-খ, রোল-১
×