ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈশাখের বৃষ্টিতেই খুলনা মহানগরে জলাবদ্ধতা

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মে ২০১৭

বৈশাখের বৃষ্টিতেই খুলনা মহানগরে জলাবদ্ধতা

বৈশাখ মাসের বৃষ্টিতেই খুলনা মহানগরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। ড্রেন ঠিকমতো পরিষ্কার না করা এবং খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ করতে না পারায় বর্ষায় ভয়াবহ জলজটের আশঙ্কা করছেন নগরবাসী। সঙ্কট নিরসনে সিটি কর্পোরেশন ৪ কোটি টাকা ব্যয় করলেও তার সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। খুলনা নগরীর বাইতিপাড়া এলাকার চিত্র এটি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে এ রকম তলিয়ে যায় অসংখ্য সড়ক। ব্যাহত হয় পথচারী ও যানবাহন চলাচল। জলাবদ্ধতা নিরসনে ৭০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে খুলনা সিটি কর্পোরেশন। ২০১৩ সালের মে থেকে শুরু হয়ে কাজ শেষ হয়েছে গেলো ডিসেম্বরে। এই প্রকল্পের আওতায় ২টি নদী ও ১১টি খাল ও ৭ কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণ করা হয়েছে। তবে এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে গেছে অসংখ্য ড্রেন। কিন্তু এগুলো পরিষ্কার করা হচ্ছে না নিয়মিত। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, খালের অবৈধ দখল উচ্ছেদসহ জলাবদ্ধতা নিরসনে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। নগরীর ৩১টি ওয়ার্ডে ড্রেন রয়েছে মোট ১ হাজার ১৬৫ কিলোমিটার। এই ড্রেন পরিষ্কারের জন্য রয়েছে মাত্র দুই শ’ শ্রমিক-কর্মচারী। Ñস্টাফ রিপোর্টার
×