ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবসরে যাচ্ছেন না টট্টি

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মে ২০১৭

অবসরে যাচ্ছেন না টট্টি

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন ফ্রান্সেসকো টট্টি। গত সপ্তাহে সংবাদ মাধ্যমকে এমন খবরই নিশ্চিত করেন ইতালিয়ান সিরি’এ লীগের দল রোমার নতুন স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি। সেইসঙ্গে অবসরের পর ফ্রান্সেসস্কো টট্টি ক্লাবটির ডিরেক্টর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলেও জানান তিনি। এ বিষয়ে মঞ্চি বলেন, ‘ক্লাবের সঙ্গে চুক্তি মোতাবেক এটাই তার (টট্টি) খেলোয়াড়ী জীবনের শেষ মৌসুম। এরপর ক্লাবের ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন তিনি। আমি তাকে সবসময়ই পাশে চাই। কারণ টট্টি মানেই রোমা। ক্লাবের সম্যক বিষয়ে তিনি আমাকে ভাল জ্ঞান দিতে পারবেন।’ তবে স্পোর্টিং ডিরেক্টরের এই মন্তব্যকে ‘কৌতুক’ বলে মন্তব্য করেছেন ৪০ বছর বয়সী টট্টি।এ বিষয়ে রোমার চিরসবুজ স্ট্রাইকার বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে অসংখ্য প্রশ্ন রয়েছে। আজ তার জবাব দিচ্ছি, প্রকৃতপক্ষে আমার ভবিষ্যত নিয়ে কৌতুক করা হচ্ছে।’ এ সময় তাকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে বলেও জানান রোমার এই ইতালিয়ান স্ট্রাইকার। ইতালিয়ান সিরি’এ লীগে চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোমা। ৩৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৭৮ পয়েন্ট। শীর্ষে যথারীতি জুভেন্টাস। রোমার সমানসংখ্যক ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক মৌসুম ধরে এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। এবার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে জুভরা। সেজন্য আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে তাদের। তবে বড় পরীক্ষাটা হয়ে যাবে রবিবার। এদিন প্রতিপক্ষ হিসেবে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রোমাকে পাচ্ছে এ্যালেগ্রির শিষ্যরা।
×