ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইটিএফ টেনিসে অংশ নিতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মে ২০১৭

আইটিএফ টেনিসে অংশ নিতে আজ নেপাল যাচ্ছে  বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টেনিস ফেডারেশন প্রথমবারের মতো ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অনুর্ধ-১২ দলগত প্রতিযোগিতার আয়োজন করেছে। এশিয়ান দেশগুলোকে পাঁচটি রিজিওনে ভাগ করে বাছাইপর্বের দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রিজিওনগুলো হলো : পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া। প্রতিটি রিজিওন থেকে বাছাইকৃত দলসমূহ নিয়ে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়া থেকে দুটি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে। প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার রিজিওনাল প্রতিযোগিতা আগামী ১৫-১৯ মে পর্যন্ত অল নেপাল লন টেনিস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের ললিতপুরে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের তিন বালক ও তিন বালিকা খেলোয়াড় এবং দুই কোচ আজ শনিবার বিমানযোগে নেপাল যাত্রা করবে। বাংলাদেশ দলের বালক বিভাগে খেলোয়াড় : মেহেদী হাসান আলভি, রুম্মন হোসেন ও জোবায়েদ উৎস। কোচ : ওমর ফারুক সানি। বালিকা বিভাগের খেলোয়াড় : মাসফিয়া আফরিন, সাদিয়া আফরিন ও দ্বীপান্বিতা মিত্র। কোচ মিজানুর রহমান।
×