ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ছাড়ার হুমকি নেইমারের

প্রকাশিত: ০৫:৪১, ১৩ মে ২০১৭

বার্সিলোনা ছাড়ার হুমকি নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেড তৎপর। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে যে করেই হোক নিতে উঠে-পড়ে লেগেছে তারা। আর ঠিক এই সময়ই বার্সা কোচ লুইস এনরিকের সহকারী জুয়ান কার্লোস আনজুইয়ের সঙ্গে অনুশীলনে বাগ্বিত-া। সেই বিত-ার সূত্র ধরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও কাতালান শিবির ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নেইমার জানিয়েছেন যদি আনজুই থাকেন সেক্ষেত্রে তিনি থাকবেন না। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। ওই সময়ও বার্সিলোনার সঙ্গে ম্যানইউয়ের বড় ধরনের দড়ি টানাটানি হয়েছে। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আবার নেইমারের পেছনে আঠার মতো লেগেছে ম্যানইউ। এসব কারণেই সম্ভবত অনুশীলনে তেমন মনোযোগ নেই নেইমারের। এমনটাই দাবি এনরিকের সহকারী আনজুইয়ের। তিনি দাবি করেছেন মন লাগিয়ে অনুশীলন করেন না ব্রাজিলিয়ান তারকা। আনজুই সে সময় নেইমারকে ডেকে ভর্ৎসনাও করেন। আর এতে তর্ক শুরু হয়ে যায় দু’জনের। তখন আনজুই সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহোর উদাহরণ টেনে আনেন। তিনি দাবি করেন প্রচুর মেধার অধিকারী হিসেবে রোনাল্ডিনহো সবার কাছেই বেশ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু মাঠের বাইরের অনেক বিষয়াদির সঙ্গে সংশ্লিষ্টতা বেশি থাকায় সেটা পারফর্মেন্সের ওপর প্রভাব ফেলতো। একই অবস্থা এখন নেইমারেরও হয়েছে বলেই দাবি আনজুইয়ের। নেইমারকে মাঠের বাইরের বিষয়াদির চেয়ে ফুটবলে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। নেইমার আনজুইয়ের কথাটিকে সহজভাবে নিতে পারেননি। তিনি আগেই বলেছেন, ‘বার্সিলোনা ক্লাব আমার কাছে ব্রাজিল দলের মতো। কিন্তু তিনি (আনজুই) যদি থেকে যান সেক্ষেত্রে আমি ছেড়ে যাব।’ উল্লেখ্য, চলতি মৌসুম শেষেই এনরিকে বার্সিলোনার দায়িত্ব ছাড়বেন। এক্ষেত্রে তার উত্তরসূরি হিসেবে আনজুইকে সম্ভাব্য বড় প্রার্থী হিসেবে মনে করা হয়েছিল। কিন্তু নেইমারের বক্তব্যের পর ক্লাব কর্তৃপক্ষ ৫০ বছর বয়সী আনজুইয়ের বিষয়ে সব আগ্রহ খুইয়েছে। বার্সিলোনার পরিচালনা পর্ষদ কোনভাবেই ২৫ বছর বয়সী নেইমারকে অন্য কোথাও যেতে দিতে নারাজ। নেইমার কোনভাবেই মানতে নারাজ যে তার ব্যক্তিগত জীবনধারা নিয়ে কেউ মন্তব্য করবে। আর সেক্ষেত্রে কাটা পড়তে যাচ্ছেন আনজুই। অনুশীলনে তাদের বাকবিত-ার পর প্রায় নিশ্চিত হয়ে গেছে এনরিকের স্থলাভিষিক্ত হতে চলেছেন এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ আর্নেস্টো ভ্যালভার্ডি। সেটা না হলে নেইমার তো হুমকি দিয়েই রেখেছেন। বার্সার জন্য এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থার মতো।
×