ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়রথ থামল বাউচার্ডের

প্রকাশিত: ০৫:৪১, ১৩ মে ২০১৭

জয়রথ থামল বাউচার্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ জয়রথ থেমে গেল ইউজেনি বাউচার্ডের। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন তিনি। বৃহস্পতিবার স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের শেষ আটে সভেতলনা কুজনেতসোভার কাছে হার মানেন তিনি। টুর্নামেন্টের অষ্টম বাছাই কুজনেতসোভা এদিন ৬-৪ এবং ৬-০ সেটে পরাজিত করেন কানাডার ইউজেনি বাউচার্ডকে। উইম্বলডনের সাবেক ফাইনালিস্ট বাউচার্ডকে হারিয়ে গত তিন বছরের মধ্যে দুইবার মাদ্রিদ ওপেনের সেমিফাইনালের টিকেট কাটেন তিনি। তাতে দারুণ সন্তুষ্ট কুজনেতসোভা। ম্যাচ শেষে কুজনেতসোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ইউজেনির বিপক্ষে এর আগে কখনই খেলিনি। তাই কোন ধরনের প্রত্যাশা ছাড়াই খেলতে নেমেছিলাম। তবে তার বিপক্ষে এমন জয়ে আমি খুবই আনন্দিত।’ ২০১৪ সালে টেনিস কোর্টে আলো ছড়িয়েছিলেন ইউজেনি বাউচার্ড। সে বছরই অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। এরপর প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালেও জায়গা করে নেন বাউচার্ড। এরপর অবশ্য আর টেনিস কোর্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় বাউচার্ড। বিশেষ করে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরা নিয়ে তুমুল সমালোচনা করেন তিনি। মাশাকে ‘প্রতারক’ বলেও মন্তব্য করেন। শুধু তাই নয়, টেনিস কোর্ট থেকে শারাপোভাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞারও দাবি জানান ইউজেনি বাউচার্ড। সেই ঘটনার পর মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হন এই দুই সুন্দরী। তবে বাউচার্ডের কাছে হেরে যান শারাপোভা। কিন্তু মাদ্রিদ ওপেনে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা কানাডিয়ান তারকাকে কোয়ার্টার ফাইনালেই থামিয়ে দেন সভেতলনা কুজনেতসোভা। অষ্টম বাছাই কুজনেতসোভার পরের রাউন্ডের প্রতিপক্ষ ক্রিস্টিনা মাদেনোভিচ। ১৪তম বাছাই মাদেনোভিচ এদিন ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন সোরানা চিরস্টিয়াকে। মাদ্রিদ ওপেনর বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। শিরোপা ধরে রাখার পথে এবার দুর্দান্ত গতিতে ছুটছেন রোমানিয়ার এই টেনিস তারকা। বৃহস্পতিবার দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নেন তিনি। শেষ আটে সিমোনা হ্যালেপ ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেন আমেরিকান তারকা কোকো ভেন্ডেওয়েগেকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে মাত্র একঘণ্টা। শেষ চারে রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ এখন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভা। কোয়ার্টার ফাইনালে যিনি ৬-৩ ও ৬-৩ সেটে হারান কিকি বার্টেন্সকে।
×