ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন জাতি সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

প্রকাশিত: ০৫:৪০, ১৩ মে ২০১৭

তিন জাতি সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে বাংলাদেশের তিনজাতি ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। শুক্রবার শুরু হয়েছে এ সিরিজ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়েছে। তিনজাতি সিরিজের গ্রাউন্ডস রাইটস পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। তাদের কাছ থেকে এই সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব কিনে নিয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, হোমএ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ডাবলিনে সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজে বাংলাদেশ, স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ড অংশ নিচ্ছে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এ সিরিজ খেলছে দলগুলো। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। থাকবে না কোন ফাইনাল। তবে পয়েন্ট তালিকার বিচারে যে দল সবার ওপরে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। এ সিরিজে শুক্রবার প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ১৯ মে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে ২৪ মে তিনজাতি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ালটন দেশের বাইরের সিরিজগুলোতেও সুনামের সঙ্গেই টাইটেল স্পন্সর করছে। সেই ধারাবাহিকতায় এবারও তিনজাতি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ।
×